অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য নাইজেরিয়ায় হামলাকারীরা আইডিপি ক্যাম্পের কাছে গ্রামবাসীদের হত্যা ও শিরশ্ছেদ করেছে


নাইজেরিয়ার মাকুরদিতে বেনিউ নদীর তীরে লোকজনকে দেখা যাচ্ছে; ফাইল ছবি।
নাইজেরিয়ার মাকুরদিতে বেনিউ নদীর তীরে লোকজনকে দেখা যাচ্ছে; ফাইল ছবি।

নাইজেরিয়ার বিভিন্ন কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃহস্পতিবার রাতে সশস্ত্র ব্যক্তিরা উত্তর মধ্যাঞ্চলীয় বেনিউ রাজ্যের একটি গ্রামে আইডিপি ক্যাম্পের কাছে হামলা চালিয়ে অন্তত ৮ জনকে হত্যা করেছে।তাদের মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছে।

বেনিউ রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা, লাগোস-ভিত্তিক চ্যানেলস টেলিভিশনকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাকুরদি শহরে, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত আবাগানা ক্যাম্পের ঠিক বিপরীতে এই হামলা সংঘটিত হয়।

হেম্বা বলেন, হামলাকারীরা কয়েকজনের মাথা কেটে ফেলেছে।

তিনি বলেন, এ হামলায় ৮ জন আহত হন। তাদের মধ্যে ৩ জনের বুকে গুরুতর আঘাত লেগেছে।

বেনিউ রাজ্য পুলিশের মুখপাত্র ইয়ার সিউয়েস শুক্রবার ফোনে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন।

সিউয়েস জানান, “এই মুহুর্তে আমি নিশ্চিত করতে পারি যে, গতকাল রাতে একটি হামলা হয়েছে; এ বিষয়ে কাজ চলছে।কিছু মানুষ মারা গেছে; কিছু আহত হয়েছে।কমিশনার নিজেই ঐ জায়গায় যাচ্ছেন।হয়তো দুই ঘণ্টার মধ্যেই ঐ জায়গার কাজ শেষ হবে এবং তারা আমার সাথে কথা বলবেন।”

কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, তবে কর্তৃপক্ষগুলো জাতিগোষ্ঠীগত ফুলানি পশুপালকদেরকে সন্দেহ করছে।

উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকরা মাঝে-মধ্যেই জমি ও সম্পদের দখল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বিশেষ করে বেনিউ এবং পার্শ্ববর্তী নাসারাওয়া রাজ্যে প্রায়শই এমন ঘটনা ঘটে।

আবগানা ক্যাম্পের কাছে দুই বছরের মধ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে, ২০২১ সালে এমন হামলায় ৭ জন নিহত হয়েছিলো।

এই ক্যাম্পে, ২০১৮ সালের হামলার পর পালিয়ে আসা শত শত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। ২০১৮ সালের হামলার জন্য পশুপালকদেরকে দায়ী করা হয়।ঐ হামলায় নিহত হয়েছিল ৭৩ জন।

নাইজেরিয়ার কর্তৃপক্ষ ২৫ ফেব্রুয়ারির নির্বাচনের আগে, সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG