অ্যাকসেসিবিলিটি লিংক

দাভোসে জ্বালানী সংস্থার প্রধানের সাথে সাক্ষাৎ করবেন সক্রিয়কর্মী থুনবার্গ


গার্জওয়াইলার ২ লিগনাইট খনির প্রান্ত থেকে জলবায়ু বিষয়ক সক্রিয়কর্মী গ্রেটা থুনবার্গ-কে সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা, ১৭ জানুয়ারি ২০২৩।
গার্জওয়াইলার ২ লিগনাইট খনির প্রান্ত থেকে জলবায়ু বিষয়ক সক্রিয়কর্মী গ্রেটা থুনবার্গ-কে সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা, ১৭ জানুয়ারি ২০২৩।

পরিবেশ বিষয়ক সক্রিয়কর্মী গ্রেটা থুনবার্গ-এর বৃহস্পতিবার আন্তর্জাতিক জ্বালানী সংস্থার (আইইএ) প্রধান নির্বাহী ফাতিহ বিরল-এর সাথে দাভোস-এ সাক্ষাতের কথা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর বার্ষিক সম্মেলনের এক পার্শ্ব গোলটেবিল বৈঠকের আয়োজকরা রয়টার্সকে এমন তথ্য জানান।

আয়োজকরা এক বিবৃতিতে জানান যে, সহ-আন্দোলনকারী হেলেনা গুয়ালিঙ্গা, ভ্যানেসা নাকাতে ও লুইসা নিউবাউয়ার-কে সাথে নিয়ে বিরল এর সাথে সাক্ষাৎ করবেন থুনবার্গ।

আইইএ বৈশ্বিক জ্বালানী নীতি বিষয়ে পরামর্শ প্রদান করে। সংস্থাটি তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

জার্মানিতে প্রতিবাদ করার সময়ে অন্যান্য জলবায়ু বিষয়ক সক্রিয়কর্মীদের সাথে মঙ্গলবার পুলিশের হাতে আটক হওয়ার পর থুনবার্গকে মুক্তি দেওয়া হয়েছে।

টুইটারে থুনবার্গ বলেন, “গতকাল আমি এমন একটি দলের অংশ ছিলাম যারা জার্মানিতে একটি কয়লা খনি সম্প্রসারণের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে। আমাদেরকে পুলিশ ঘিরে ফেলে এবং তারপর আটক করে, কিন্তু পরে সন্ধ্যায় ছেড়ে দেয়। জলবায়ু সুরক্ষা কোন অপরাধ নয়।”

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর দাভোসে বলেন যে, তিনি জার্মানিতে থুনবার্গের প্রচেষ্টাগুলোর সাথে একমত এবং জলবায়ু সংকটটি বিশ্ব যতটা দ্রুততার সাথে মোকাবেলা করছে সেটি তার চেয়েও দ্রুতগতিতে খারাপ হয়ে চলেছে।

থুনবার্গ বর্তমানে কোথায় রয়েছেন তা পরিষ্কার নয়। তিনি ২০২০ সালের জানুয়ারিতে দাভোসে ডব্লিউইএফ এর বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। সেসময়ে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সহ বিশ্বনেতাদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই বলে চ্যালেঞ্জ করেছিলেন যে “আমাদের বাড়িতে এখনও আগুন লেগে রয়েছে”।

XS
SM
MD
LG