অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালি সামরিক ঘাঁটিতে মারাত্মক হামলা শুরু করেছে আল-শাবাব


সোমালিয়ার মানচিত্র।
সোমালিয়ার মানচিত্র।

সোমালিয়ার সরকার একটি কৌশলগত উপকূলীয় শহর দখল করে জিহাদিদের উপর "ঐতিহাসিক বিজয়" দাবি করার ঠিক একদিন পর, মঙ্গলবার আল-শাবাব দেশটির একটি সামরিক ঘাঁটিতে মারাত্মক হামলা চালিয়েছে।

রাজধানী মোগাদিশুর উত্তরে হাওয়াডলি শহরে এই ইসলামপন্থী যোদ্ধারা ক্যাম্পে ঝটিকা আক্রমণ চালানোর পর, নিহতের সংখ্যা নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে।

সেনাপ্রধান ওদোয়া ইউসুফ রেজ জাতীয় রেডিওতে বলেছেন, আল-কায়েদা-মিত্র জঙ্গি গোষ্ঠীর দ্বারা দাবি করা হামলায় একজন সিনিয়র অফিসারসহ পাঁচজন সৈন্য মারা গেছে।

অন্যদিকে, কেন্দ্রীয় হিরশাবেল রাজ্যে অবস্থিত হাওয়াডলির কাছে একটি মিলিশিয়া গোষ্ঠীর কমান্ডার বলেছেন, হামলায় ১১ জন সৈন্য মারা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা কম্পাউন্ডে হামলা চালানোর আগে ইসলামপন্থীরা মোগাদিশু থেকে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে ক্যাম্পের বাইরে বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়।

সোমালিয়ার গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রক আল-শাবাব, তাদের যোগাযোগ চ্যানেলের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।

সাম্প্রতিক মাসগুলিতে, সেনাবাহিনী এবং স্থানীয় গোষ্ঠী মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং আফ্রিকান ইউনিয়ন বাহিনী দ্বারা সমর্থিত একটি অভিযানে গালমুডুগ এবং হিরশাবেলে রাজ্যের কিছু অংশ জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে৷

কিন্তু লাভ সত্ত্বেও, আল-শাবাব বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি দিয়ে পাল্টা আঘাত করার ক্ষমতা প্রদর্শন করেছে।

সোমালি ন্যাশনাল আর্মি (এসএনএ) এবং সহযোগী মিলিশিয়ারা গত বছরের অক্টোবরে হাওয়াদলি ঘাঁটিটি আল-শাবাবের কাছ থেকে পুনরুদ্ধার করেছিল।

সেনাবাহিনী বিনা লড়াইয়ে গালমুদুগ রাজ্যের কৌশলগত শহর হারাধেরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ায়, প্রধানমন্ত্রী হামজা আবদি বারে সোমবার আল-শাবাবের বিরুদ্ধে একে একটি "ঐতিহাসিক বিজয়" বলে ঘোষণা করেন।

তিনি এক বিবৃতিতে বলেন, "জাতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যরা... জাতির শত্রুকে ধ্বংস করেছে এবং কৌশলগত বন্দর নগরী হারাধেরকে মুক্ত করেছে।"

২০১০ সালে স্থানীয় মিলিশিয়া এবং জলদস্যুদের উচ্ছেদ করে বন্দরটি দখল করার পর, হারাধের আল-শাবাবের মানুষ এবং পণ্য উভয়ের জন্য একটি মূল সরবরাহের পথ ছিল।

XS
SM
MD
LG