পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রক শনিবার জানিয়েছে যে তাদের বিজ্ঞানি মাসিয়েজ ওয়ালজ্যাককে ইরানের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, “গত বছর থেকে এই লক্ষ্য অর্জন ছিল পোল্যান্ডের কুটনৈতিক ও কনসুলার পরিষেবার অগ্রাধিকার।
গত জুলাই মাসে , ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় যে সেখানকার রেভ্যুলেশানারী গার্ডরা কিছু কর্মকান্ডের জন্য বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এই সব কর্মকান্ডের মধ্যে রয়েছে নিষিদ্ধ এলাকা থেকে মাটির নমুনা সংগ্রহ। ঐ প্রতিবেদনে একজনকে ওয়ালজ্যাক বলে সনাক্ত করা হয়। তাকে ২০২১ সাল থেকে ইরানে বন্দি করে রাখা হয়।