সোমবার আঞ্চলিক শীর্ষ সম্মেলনের আগে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আলোচনার জন্য মেক্সিকো সিটিতে স্বাগত জানিয়েছেন। ঐ আঞ্চলিক শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো থাকবেন।
অভিবাসন, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও উৎপাদন আলোচনার প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন ঝাঁ-পিয়ের জানিয়েছেন ক্ষমতা গ্রহণের পর এই প্রথম মেক্সিকো সফর করছেন বাইডেন। এই সফরের মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন "উত্তর আমেরিকার জন্য এক অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রচার করার" আশা করছেন।
ঝাঁ-পিয়ের জানান, বাইডেন অস্ত্র, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা এবং "অঞ্চলে অনিয়মিত অভিবাসনকে যৌথভাবে মোকাবেলা করার" পদক্ষেপের বিষয়ে ঘোষণা দেবেন।
মঙ্গলবার শীর্ষ সম্মেলনের আগে বাইডেন, ট্রুডো এবং লোপেজ ওব্রাডর তাদের স্ত্রীসহ এক নৈশভোজে অংশ নিচ্ছেন।
মেক্সিকো সীমান্ত পেরিয়ে কয়েক হাজার অনথিভুক্ত অভিবাসীর আগমন সরাসরি দেখার জন্য টেক্সাসের শহর এল পাসো পরিদর্শন করার পর বাইডেন রবিবার বিকেলে মেক্সিকো পৌঁছান।