অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ৫০ জন যুদ্ধবন্দীর বিনিময়


২০২৩ সালের ৮ জানুয়ারি প্রকাশিত একটি হ্যান্ডআউট ভিডিও থেকে নেয়া এই স্ক্রিনগ্র্যাবে ইউক্রেনের অজ্ঞাত এক স্থানে রাশিয়ার সাথে বন্দী বিনিময়ে মুক্তি পাওয়ার পর ইউক্রেনীয় সেনারা তাদের জাতীয় সঙ্গীত গাইছে। (টেলিগ্রামের মাধ্যমে ইয়ারমাক/ রয়টার্সের হ্যান্ডআউটের মাধ্যমে)
২০২৩ সালের ৮ জানুয়ারি প্রকাশিত একটি হ্যান্ডআউট ভিডিও থেকে নেয়া এই স্ক্রিনগ্র্যাবে ইউক্রেনের অজ্ঞাত এক স্থানে রাশিয়ার সাথে বন্দী বিনিময়ে মুক্তি পাওয়ার পর ইউক্রেনীয় সেনারা তাদের জাতীয় সঙ্গীত গাইছে। (টেলিগ্রামের মাধ্যমে ইয়ারমাক/ রয়টার্সের হ্যান্ডআউটের মাধ্যমে)

রাশিয়া এবং ইউক্রেন প্রতি রবিবার ৫০ জন করে বন্দী সেনা বিনিময় করার একটি চুক্তি সম্পন্ন করেছে। পূর্ব ইউক্রেনে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধরত হলেও উভয় পক্ষই এই চুক্তিকে স্বাগত জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ফিরে আসা ৫০ জন রুশ সেনাকে চিকিৎসা এবং মানসিক পুনর্বাসনের জন্য মস্কোতে নিয়ে যাওয়া হবে।

তারা এক বিবৃতিতে বলেছে, “আলোচনার ফলস্বরূপ ৮ জানুয়ারি ৫০ জন রুশ সেনাসদস্য যারা বন্দী অবস্থায় মারাত্মক বিপদে পড়েছিল, তাদেরকে কিয়েভ সরকার নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছিল।”

ইউক্রেন এই তথ্য নিশ্চিত করেছে এবং বলেছে যে, রাশিয়া একই চুক্তির অংশ হিসেবে ৫০ জন ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক টুইটারে লিখেছেন, “আরেকটি সফল যুদ্ধবন্দী বিনিময়। ৫০ জন ইউক্রেনীয় সৈন্য ফিরে এসেছে।” “আমাদেরকে এটি চালিয়ে যেতে হবে। আমাদের অবশ্যই সমস্ত বন্দিকে ফিরিয়ে আনতে হবে এবং আমরা তা নিয়ে কাজ করছি।”

ইয়ারমাক মুক্তি পাওয়া ইউক্রেনীয় সৈন্যদের নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া একটি বাসের কাছে খাবারের ব্যাগ ধরে রাখার ছবি পোস্ট করেছেন এবং চলমান বাসে তাদের ইউক্রেনের জাতীয় সঙ্গীত গাওয়ার একটি ভিডিও তিনি পোস্ট করেন।

XS
SM
MD
LG