অ্যাকসেসিবিলিটি লিংক

১৮৫ জন রোহিঙ্গা শরণার্থী বহনকারি একটি নৌকা ইন্দোনেশিয়ার আচেহ পৌঁছেছে


আচেহ প্রদেশের লাউয়েং-এ একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রোহিঙ্গা শরণার্থীরা প্রার্থনা করছে, ২৯ ডিসেম্বর, ২০২২।
আচেহ প্রদেশের লাউয়েং-এ একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রোহিঙ্গা শরণার্থীরা প্রার্থনা করছে, ২৯ ডিসেম্বর, ২০২২।

১৮৫ জন রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে একটি নৌকা রবিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে অবতরণ করে। স্থানীয় দুর্যোগ সংস্থার একজন কর্মকর্তা বলেন, গত বছরের শেষের দিকে শত শত লোক বাংলাদেশের শরণার্থী শিবিরগুলিতে হতাশাজনক পরিস্থিতি থেকে পালিয়ে এসেছিল।

আচেহ বেসার দুর্যোগ সংস্থার প্রধান রিদওয়ান জামিল রয়টার্সকে জানিয়েছেন, রবিবার দুপুর আড়াইটার দিকে আসা শরণার্থীদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু ।

রিদওয়ানের শেয়ার করা ছবিতে দেখা গেছে, শরণার্থীরা দলে দলে বালির ওপর বসে বা শুয়ে আছে।

গত কয়েক মাসে শত শত রোহিঙ্গা আচেহ পৌঁছেছে।

যার মধ্যে একটি নৌকাও রয়েছে যা ডিসেম্বরের শেষের দিকে ১৭৪ জনকে বহন করে তীরে ভেসে আসে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ২০২২ সাল সম্ভবত এক দশকের মধ্যে অন্যতম ভয়াবহতম বছর।

বছরের পর বছর ধরে অনেক রোহিঙ্গা মিয়ানমার থেকে থাইল্যান্ড ও বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্র এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালিয়ে গেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অন্তরা শনিবার গভীর রাতে জানায়, আচেহ-র জেলেরা তিনটি নৌকা দেখতে পেয়েছে। তারা দৃঢ়ভাবে সন্দেহ করছে, রোন্ডো দ্বীপের কাছে জলসীমায় রোহিঙ্গা শরণার্থীদের বহন করছিল সেগুলো।

যে নৌকাটি অবতরণ করেছে, সেটি সেগুলোর মধ্যে একটি ছিল কিনা তা নিশ্চিত নয়।

প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে জনাকীর্ণ পরিবেশে বাস করছে। যার মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক ২০১৭ সালে একটি মারাত্মক দমন-পীড়ন থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার মধ্যে অনেকেই রয়েছে। যদিও মিয়ানমারের বাহিনী মানবতার বিরুদ্ধে অপরাধের কথা অস্বীকার করেছে।

অধিকার গোষ্ঠীগুলির পর্যবেক্ষণে দেখা যায়, শরনার্থীদের শিবিরগুলি ছেড়ে যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।এটি স্পষ্ট নয় যে, ঠিক কী কারণে এই দেশত্যাগ করা হচ্ছে। তবে কিছু কর্মী বিশ্বাস করেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার চারপাশে কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া একটি প্রধান কারণ হতে পারে।

XS
SM
MD
LG