কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো পুলিশের হাতে বিচারবহির্ভূত ভাবে হত্যাকান্ডের তদন্তের যে আদেশ দিয়েছেন মানবাধিকার সংগঠনগুলো তাকে স্বাগত জানিয়েছে। রুটো বুধবার কেনিয়ার সংবাদ মাধ্যমকে বলেন, একটি থানায় একটি শিপিং কন্টেইনারের ভিতরে মানুষকে হত্যা করা হয়েছে। তবে সমালোচকরা মনে করেন যে যখন রুটো ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বিষয়টি সম্পর্কে খুব কমই বলেছিলেন এবংতাঁরা বলেন, এই ধরণের কর্মকাণ্ড বন্ধ করার মূল চাবিকাঠি হচ্ছে পুলিশ বিভাগের সংস্কার করা।
রুথ মুম্বি ২০১৭ সালের সেই দিনটির কথা স্মরণ করে বললেন যেদিন প্রকাশ্যে দিবালোকে একজন পুলিশ তার ভাইকে রাস্তায় হত্যা করেছিল। মুম্বি বলেছেন যে তাকে কেন হত্যা করা হয়েছিল তার কারণ তার পরিবার এখনও জানতে পারেনি।
তিনি বলেন, পুলিশ যখন তার কাছে এসে তাকে হাঁটু গেড়ে বসার নির্দেশ দিয়েছিল তখন নিজেকে সে শান্ত রেখে একটি মোটরবাইক থেকে নেমে এসেছিল। এর পরপরই তারা তার ভাইকে গুলি করে হত্যা করে। তিনি বলেন, তার সাথে থাকা এক বন্ধু তাদের জানিয়ে ছিল যে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশী হত্যার তদন্তের জন্য প্রেসিডেন্ট রুটোর আদেশের পরে নিহতদের আত্মীয়রা যে এ বিষয়ে উত্তর খুঁজে পাবেন বলে আশা করছেন মুম্বির পরিবার তাদের মধ্যে অন্যতম।
এ সপ্তাহে সংবাদদাতাদের সঙ্গে এক বৈঠকে রুটো বলেন, তিনি কেনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পুলিসিংওভারসাইট অথরিটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব দিয়েছেন যার মধ্যে সেপ্টেম্বরের একটি ঘটনাও রয়েছে যেখানে একটি নদীতে কয়েক ডজন মৃতদেহ পাওয়া গিয়েছিল।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, তার নির্দেশনাই সঠিক দিক নির্দেশনার পদক্ষেপ।
ইরুঙ্গু বলল" তিনি (প্রেসিডেন্ট) যে মন্তব্যগুলি করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের কমান্ডিং অফিসার এবং স্বতন্ত্র কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় ধরনের মামলা এসেছে যেখানে দেখা যাচ্ছে যে তাদের অফিস ক্ষমতা অপব্যবহার করেছে এবং মূলত তাদের (পুলিশের) বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে। বিচারবহির্ভূত হত্যা এবং জোর করে গুম করা যে গ্রহণযোগ্য নয় সেইসব মামলার বিচার প্রেসিডেন্টের দেয়া বিস্তৃত নীতিনির্দেশের সাথে সঙ্গতিপূর্ণভাবে এগিয়ে যায় কিনা সেটা দেখা জরুরি।