অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যামাজন সিইও বলেছেন, ছাটাইয়ের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে যাবে


নিউইয়র্কে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি অ্যামাজন অফিসের লবিতে লোকজন দাঁড়িয়ে আছে। কোম্পানির ছাটাইয়ের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে যাবে বলে ২০২২ সালের ৪ জানুয়ারি একজন নির্বাহী জানিয়েছেন। ফাইল ছবি।
নিউইয়র্কে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি অ্যামাজন অফিসের লবিতে লোকজন দাঁড়িয়ে আছে। কোম্পানির ছাটাইয়ের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে যাবে বলে ২০২২ সালের ৪ জানুয়ারি একজন নির্বাহী জানিয়েছেন। ফাইল ছবি।

অ্যামাজন ডট কমের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বুধবার একটি পাবলিক স্টাফ নোটে বলেছেন, পূর্বে প্রকাশিত কর্মী হ্রাসের অংশ হিসেবে তাদের এখন ১৮ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।

তিনি বলেন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে অ্যামাজন ১৮ জানুয়ারি থেকে যোগাযোগ করবে। এ সিদ্ধান্ত কোম্পানির ই-কমার্স এবং মানবসম্পদ সংস্থাগুলোকে মূলত প্রভাবিত করবে।

এই ছাঁটাইয়ের পরিমাণ অ্যামাজনের প্রায় ৩০ হাজার ব্যক্তির কর্পোরেট কর্মশক্তির ৬ শতাংশের সমান এবং এটি খুচরা বিক্রেতাদের জন্য দ্রুত পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। সম্প্রতি অ্যামাজন প্রতিভার খোঁজে আরও জোরালো ভাবে প্রতিযোগিতা করার জন্য তাদের মূল বেতনের সীমা দ্বিগুণ করেছে।

জ্যাসি নোটে বলেছেন, বার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন “অনিশ্চিত অর্থনীতির কারণে এবং গত কয়েক বছর ধরে আমরা যে ত্বড়িত নিয়োগ দিয়েছি সেগুলোর কারণে আরও কঠিন হয়েছে।”

ওয়্যারহাউস স্টাফসহ অ্যামাজনের ১৫ লাখের বেশি কর্মী রয়েছে। ওয়ালমার্টের পরে এটি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বেসরকারি নিয়োগকর্তা। এটি সম্ভবত ধীরগতিতে প্রবৃদ্ধির জন্য প্রস্তুত হচ্ছে কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বাণিজ্য এবং ভোক্তাদের ব্যয় কমাতে প্ররোচিত করেছে এবং এর শেয়ারের দাম গত বছর অর্ধেক হয়ে গেছে।

নভেম্বরে অ্যামাজন তাদের ডিভাইস বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই শুরু করেছিল। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ওই সময়ে চাকরি ছাটাইয়ের লক্ষ্য ছিল ১০ হাজার।

সংখ্যার দিক দিয়ে অ্যামাজনের ছাঁটাই এখন ফেইসবুকের মূল কোম্পানি মেটার প্ল্যাটফর্মে ১১ হাজার কর্মীর ছাঁটাইকে এবং অন্যান্য প্রযুক্তি সংক্রান্ত কোম্পানির ছাটাইকে ছাড়িয়ে গেছে।

XS
SM
MD
LG