ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন আর্থিক এবং সামরিক সহায়তা নিয়ে আলোচনার জন্য ৩ ফেব্রুয়ারি কিয়েভে একটি শীর্ষ সম্মেলন করবে। সোমবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, জেলেন্সকি বছরের প্রথম ফোন কলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের সাথে উচ্চ-পর্যায়ের বৈঠকের বিস্তারিত আলোচনা করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, “পক্ষগুলো ৩ ফেব্রুয়ারি কিয়েভে অনুষ্ঠিতব্য ইউক্রেন-ইইউ শীর্ষ সম্মেলনের প্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা করেছে এবং প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করতে সম্মত হয়েছে।”
এতে বলা হয়েছে, নেতারা ইউক্রেনে ‘উপযুক্ত’ অস্ত্র সরবরাহ এবং নতুন একটি ১৯ শ কোটি ডলারের আর্থিক সহায়তা কর্মসূচির বিষয়ে আলোচনা করেছে। জেলেন্সকি এই মাসে প্রথম কিস্তি পাঠানোর জন্য চাপ দিয়েছেন।
গত মাসে ইইউ ইউক্রেনকে তথাকথিত একটি ‘মেগাডিল’-এর মাধ্যমে সহায়তা প্রদানের পথ পরিষ্কার করেছে যার মধ্যে সর্বনিম্ন ১৫ শতাংশ হারে বৈশ্বিক কর্পোরেট কর গ্রহণ অন্তর্ভুক্ত ছিল।
কিয়েভকে সমর্থন করার পথে ২৭-দেশীয় ব্লকের মধ্যকার অভ্যন্তরীণ বিরোধগুলোকে দাঁড়াতে না দেয়ার জন্য জেলেন্সকির একটি আবেগপ্রবণ আবেদনের পরে এই পদক্ষেপ নেয়া হয়েছিল।