অ্যাকসেসিবিলিটি লিংক

আলজেরিয়ার সাংবাদিক গ্রেফতার: তার মিডিয়া অফিস বন্ধ


ফাইল – ২০১৯ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার আলজিয়ার্সে সাংবাদিকরা সংবাদপত্রের স্বাধীনতার জন্য বিক্ষোভ প্রদর্শন করে। তাদের আর্মব্যান্ডে লেখা “ফ্রি জার্নালিষ্ট।”
ফাইল – ২০১৯ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার আলজিয়ার্সে সাংবাদিকরা সংবাদপত্রের স্বাধীনতার জন্য বিক্ষোভ প্রদর্শন করে। তাদের আর্মব্যান্ডে লেখা “ফ্রি জার্নালিষ্ট।”

আলজেরিয়ার একজন বিশিষ্ট সাংবাদিককে কারাবন্দী করা হয়েছে। তার এক আইনজীবী জানিয়েছেন যে তারা রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এই অভিযোগের ভিত্তিতে তার ওয়েবসাইট এবং রেডিও স্টেশনের অফিসগুলি বন্ধ করে দেওয়া হয়েছি।

ইহসানে এল-কাদিকে ২৩ শে ডিসেম্বর তার বাড়িতে আটক করা হয়েছিল এবং বৃহস্পতিবার আলজিয়ার্সের একটি আদালতে তাকে হাজির করা পর্যন্ত একটি পুলিশ কার্যালয়ে রাখা হয়েছিল। সমষ্টিগতভাবে যারা তার পক্ষে রয়েছেন তাদেরই একজন আইনজীবী জুবিদা আসসুল জানিয়েছেন যে একজন তদন্তকারী বিচারক তাকে হেফাজতে রাখার আদেশ দেন।

এল-কাদি ২০১৯ সালে আলজেরিয়ার হীরক গণতন্ত্রপন্থী আন্দোলনে সক্রিয় ছিলেন। উত্তর আফ্রিকার দেশটিতে ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধে যে দমনপীড়ন চলছে তিনি তারই সাম্প্রতিক লক্ষ্য ছিলেন বলে মনে হচ্ছে।

আইনজীবী আসসোল বলেন, তিনি ক্রাউডফান্ডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন যার মাধ্যমে তার মিডিয়া আউটলেট মাগরেব ইমার্জেন্ট এবং ওয়েব রেডিওকে অর্থায়ন করা হতো বলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আলজেরিয়াতে বহু বছর ধরে ওয়েবসাইট এবং রেডিও স্টেশনটি পরিচালিত হলেও সরকারী মিডিয়া সংস্থা হিসাবে সরকার থেকে কোন স্বীকৃতি দেয়া হয়নি।

আইনজীবী বলেন, এল-কাদির বিরুদ্ধে ফৌজদারি কোডের একটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এর অর্থ হচ্ছে যেকোন ব্যক্তিকে লক্ষ্য করে তার বিরুদ্ধে "রাষ্ট্রীয় নিরাপত্তা" স্থিতিশীলতা বা আলজেরিয়ার মৌলিক স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে এমন কাজকে উস্কে দেওয়ার লক্ষ্যে তহবিল গ্রহণ করার অভিযোগ আনা। দোষী সাব্যস্ত হলে তার পাঁচ থেকে সাত বছরের জেল হতে পারে।

তার সমর্থকরা এল-কাদির গ্রেপ্তারকে আলজেরিয়ার কর্তৃপক্ষকে ক্ষুব্ধ করে এমনসব প্রতিবেদন প্রকাশের শাস্তি হিসেবে দেখছে।

পুলিশ অতীতে এল-কাদিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারপরে তাকে ছেড়ে দিয়েছে। তার পরিবার এবং বন্ধুরা আশা করেছিল যে বৃহস্পতিবার আবার একই ঘটনা ঘটবে কিন্তু এর পরিবর্তে তাকে ধরে রাখার সিদ্ধান্তে তারা হতাশ এবং ক্রুদ্ধ হয়েছে।

XS
SM
MD
LG