রোমানিয়ান কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ার এক ব্যক্তি অ্যান্ড্রু টেটকে মানব পাচার ও ধর্ষণের সন্দেহে গ্রেফতার করেছে।
বুখারেস্টের আইনজীবীরা শুক্রবার টেটের আটকের মেয়াদ ৩০ দিন বাড়ানোর জন্য একটি আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
টেট একজন প্রাক্তন পেশাদার কিকবক্সার। টেটকে তার ভাই এবং আরও দুই ব্যক্তির সাথে আটক করা হয়।
এ বিষয়ে টেট কোনও মন্তব্য করেননি তবে,তার আইনজীবী নিশ্চিত করেছেন যে তাকে আটক করা হয়েছে।
তার নারীবিদ্বেষী মন্তব্য এবং বিদ্বেষপ্রসূত বক্তব্যের কারণে কিছু মিডিয়া প্ল্যাটফর্ম থেকে টেটকে নিষিদ্ধ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইনজীবীরা বলছেন, ঐ চারজনকে আটকের সময় তারা যৌনকাজে বাধ্য করা হয়েছে এমন ছয়জন নারীকে তারা পেয়েছেন।
সম্প্রতি টেট ১৯ বছর বয়সী পরিবেশবাদী গ্রেটা থুনবার্গের সাথে একটি অনলাইন আলাপচারীতায় বলেছিলেন যে তিনি ৩৩টি গাড়ির মালিক ।