বুধবার পোপ ফ্রান্সিস জানিয়েছেন সাবেক পোপ বেনেডিক্ট "খুব অসুস্থ"। অনুসারীদের সঙ্গে কথা বলার সময় পোপ বেনেডিক্টের জন্য বিশেষ প্রার্থনা করতে বলেন পোপ ফ্রান্সিস।
এক বিবৃতিতে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানান, "আমি নিশ্চিত করে বলতে পারি যে বয়সের কারণে গত কয়েক ঘণ্টায় প্রাক্তন পোপের স্বাস্থ্যের অবনতি হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন পোপ বেনেডিক্ট।"
ভ্যাটিকান জানিয়েছে পোপ ফ্রান্সিসও পোপ বেনেডিক্টকে দেখতে গিয়েছিলেন।
তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য ৯৫ বছর বয়সী বেনেডিক্ট ২০১৩ সালে পদত্যাগ করেন। ৬০০ বছরের মধ্যে তিনিই প্রথম পোপ যিনি পদত্যাগ করেছিলেন। তারপর থেকে তিনি ভ্যাটিকান গ্রাউন্ডে একটি কনভেন্টে বসবাস করছেন।
প্রকাশিত কয়েকটি ছবিতে পোপ বেনেডিক্টকে দুর্বল দেখা গেছে।