অ্যাকসেসিবিলিটি লিংক

হাসপাতালে অসুস্থ পেলের সাথে দেখা করলেন তার পরিবার


দোহায় ৯৭৪ স্টেডিয়ামে ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার ফুটবল ম্যাচের সময় ব্রাজিল ভক্তরা ফুটবল কিংবদন্তি পেলেকে সম্মান জানিয়ে ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন’ বার্তাসহ একটি ব্যানার ধরে রেখেছেন। ৫ ডিসেম্বর, ২০২২।
দোহায় ৯৭৪ স্টেডিয়ামে ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার ফুটবল ম্যাচের সময় ব্রাজিল ভক্তরা ফুটবল কিংবদন্তি পেলেকে সম্মান জানিয়ে ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন’ বার্তাসহ একটি ব্যানার ধরে রেখেছেন। ৫ ডিসেম্বর, ২০২২।

শনিবার সাও পাওলো হাসপাতালে কিংবদন্তি পেলেকে তার পরিবারের সদস্যরা দেখতে যান। দ্রুত অবনতি হতে থাকা ক্যান্সারের পাশাপাশি কিডনি এবং হার্টের সমস্যায় ভুগছেন তিনি। পেলের মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা জানান।

পেলের ছেলে এডিনহো সম্প্রতি উত্তরের পারানায় অবস্থিত সেরি বি ফুটবল ক্লাব লন্ড্রিনার কোচ নিযুক্ত হয়েছে। ক্রিসমাসের প্রাক্কালে তিনি হাসপাতালে পেলেকে দেখতে যান। সেখানে তার বোন ফ্লাভিয়া এবং কেলি নাসিমেন্টোর সাথে যোগ দেন।

শুক্রবার কেলি হাসপাতালে তার ৮২ বছর বয়সী বাবাকে আলিঙ্গন করে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, “আরও এক রাত একসাথে।”

শনিবারের শেষের দিকে কেলি পেলের স্ত্রী মার্সিয়া আওকি এবং পরিবারের অন্যান্য সদস্যদের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে জড়ো হওয়া একটি ছবি পোস্ট করেছেন। ওই হাসপাতালে পেলে চিকিৎসাধীন রয়েছেন। ছবিতে পেলেকে দেখা যায়নি।

বুধবার হাসপাতাল ঘোষণা করেছে যে, পেলের কোলন ক্যান্সার চিকিৎসার “অগ্রগতি” দেখা যাচ্ছে এবং তার “কিডনি ও হার্টের চিকিৎসার জন্য আরও ব্যাপক যত্নের প্রয়োজন।”

এর আগের দিন তার মেয়েরা জানিয়েছিল যে পেলে ক্রিসমাসে বাড়িতে থাকবেন না।

পেলের পুরো নাম এডসন আরন্তেস দো নাসিমেন্টো। অনেকের কাছেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার বলে বিবেচিত হন। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি বেশ কিছু শুভ কামনার বার্তা পেয়েছেন। এর মধ্যে রয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি তার অনুগামীদেরকে “রাজার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।”

পেলেকে ২৯ নভেম্বর সাও পাওলোতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মেডিকেল টিমের ভাষ্য অনুযায়ী কেমোথেরাপি চিকিৎসার পুনঃমূল্যায়নের জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। ২০২১ সালের সেপ্টেম্বরে কোলন টিউমার অপসারণের জন্য একটি অস্ত্রোপচারের পর থেকে তিনি এই চিকিৎসা নিয়ে আসছেন।

XS
SM
MD
LG