অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র বলেছে সদিচ্ছার নির্দশন স্বরূপ তালিবান ২ আমেরিকানকে মুক্ত করেছে


যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার বলেছে, তালিবান আফগানিস্তানে আটক দুই আমেরিকানকে মুক্ত করেছে, একই দিনে বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করার জন্য জঙ্গি শাসনের নিন্দার মুখোমুখি হয়েছে তালিবান।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস সংবাদদাতাদের বলেন, "আমরা বুঝতে পারছি, এটি তালিবানের পক্ষ থেকে সদিচ্ছার নির্দশন ছিল। এটি কোনো বন্দি বা বন্দিদের বিনিময়ের অংশ ছিল না। কোন অর্থ বিনিময় হয়নি।”

প্রাইস বলেছেন গোপনীয়তা রক্ষার নিয়ম মেনে তিনি দুই আমেরিকান সম্পর্কে আরও বিশদ বিবরণ দিতে পারছেন না।

মুক্তির ঘটনাটি এমন দিনে ঘটেছে যেদিন তালিবান বিশ্ববিদ্যালয় থেকে নারীদের নিষিদ্ধ করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে কঠোর নিন্দা জানিয়ে সতর্ক করে দেয়া হয়েছে যে এর মূল্য জঙ্গিদের দিতে হবে।

যখন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করে দুই দশকের পুরনো পশ্চিমা-সমর্থিত সরকারের অবসান ঘটান এবং জঙ্গিরা গত বছর ক্ষমতায় ফিরে আসে, তখন থেকেই যুক্তরাষ্ট্র বারবার তালিবানের ট্র্যাক রেকর্ডের নিন্দা করে চলেছে।

কিন্তু বাইডেন প্রশাসন বলেছে যে তালিবান যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুক্ত করার সময় অনেকাংশে সহায়ক ছিল।

XS
SM
MD
LG