অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্যুৎ সঙ্কট মোকাবেলা করতে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সেনা মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা


দক্ষিণ আফ্রিকায়, কয়লা-চালিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন স্থানীয় বাসিন্দা। ২৮ সেপ্টেম্বর, ২০২২। (ফাইল ছবি)
দক্ষিণ আফ্রিকায়, কয়লা-চালিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন স্থানীয় বাসিন্দা। ২৮ সেপ্টেম্বর, ২০২২। (ফাইল ছবি)

ব্যাপক লোডশেডিং, নাশকতা এবং দুর্নীতির অভিযোগের মধ্যে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি বিপর্যস্ত পাওয়ার স্টেশনে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে সরকার।

এ পর্যন্ত চারটি প্রধান বিদ্যুৎ কেন্দ্রে সৈন্য মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া ভিওএ-কে বলেছেন, যথাসময়ে আরও সৈন্য মোতায়েন করা হবে।

তিনি সৈন্য মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্র চালিত বিদ্যুৎ উৎপাদন সংস্থা এসকম পরিচালিত বেশ কয়েকটি প্ল্যান্টে চুরি, নাশকতা এবং ভাঙচুরের খবর প্রকাশিত হবার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই সপ্তাহে, কোম্পানির সিইও আন্দ্রে দে রুইটার পদত্যাগ করেন। তিনি বলেছেন, অপরাধ ও দুর্নীতিতে ছেয়ে থাকা এসকমকে ঘুরে দাঁড় করানোর চেষ্টায় লড়াই চালিয়ে শেষ পর্যন্ত তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা এক দশকেরও বেশি সময় ধরে জ্বালানি সংকটে জর্জরিত, কিন্তু এই বছর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে প্রতিদিনই নিয়ম করে "লোডশেডিং" হচ্ছে, কখনও কখনও দিনে ১০ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই থাকতে হচ্ছে ভোক্তাদের।

তবে, এসকম বিদ্যুৎ সংকটের জন্য কয়লার বহর এবং সেগুলো নিয়মিত বিঘ্নের জন্য রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করে আসছে। তবে বিদ্যুৎ সংকট আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশটির অর্থনীতিতে বিধ্বংসী প্রভাব ফেলছে।

ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় দক্ষিণ আফ্রিকানরাও তাদের প্রতি ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছে।

XS
SM
MD
LG