ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন যে শুক্রবার সকালে ফ্রান্সের লিয়ন শহরের কাছে, ভলক্স-এন-ভেলিন-এ একটি আবাসিক ভবনে আগুন লাগলে, ৩ থেকে ১৫ বছর বয়সী ৫ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
দারমানিন বলেছেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
জেরাল্ড দারমানিন বলেন, “ আগুন লাগার অনেকগুলো সম্ভাব্য কারণ দৃষ্টিগোচর হচ্ছে; ঘটনাটি তদন্ত করা হবে।” এই ঘটনার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি ।
কম-বেশি ১৮০ জন দমকলকর্মী ঘটনাস্থলে কাজ করেছেন। দারমানিন বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তিনি আরও জানান যে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
শুক্রবার ভোররাতে ৭ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। রন এলাকার কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের চারপাশে একটি নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে।