অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে অগ্নিকাণ্ডে ৫ শিশুসহ ১০ জনের মৃত্যু


ফ্রান্সের ভলক্স-এন-ভেলিন-এ একটি ভবনে আগুন লাগার পর, অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করার সময় পুলিশ পাহারা দিচ্ছে। এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হন। ১৬ ডিসেম্বর, ২০২২।
ফ্রান্সের ভলক্স-এন-ভেলিন-এ একটি ভবনে আগুন লাগার পর, অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করার সময় পুলিশ পাহারা দিচ্ছে। এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হন। ১৬ ডিসেম্বর, ২০২২।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন যে শুক্রবার সকালে ফ্রান্সের লিয়ন শহরের কাছে, ভলক্স-এন-ভেলিন-এ একটি আবাসিক ভবনে আগুন লাগলে, ৩ থেকে ১৫ বছর বয়সী ৫ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

দারমানিন বলেছেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

জেরাল্ড দারমানিন বলেন, “ আগুন লাগার অনেকগুলো সম্ভাব্য কারণ দৃষ্টিগোচর হচ্ছে; ঘটনাটি তদন্ত করা হবে।” এই ঘটনার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি ।

কম-বেশি ১৮০ জন দমকলকর্মী ঘটনাস্থলে কাজ করেছেন। দারমানিন বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তিনি আরও জানান যে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

শুক্রবার ভোররাতে ৭ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। রন এলাকার কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের চারপাশে একটি নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে।

XS
SM
MD
LG