অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর চীনের উহানে বাণিজ্য নতুন উদ্বেগের মুখোমুখি


চীনের উহানে সরকার কোভিড নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা শিথিল করার পর এক ব্যক্তি বন্ধ একটি দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ১০ ডিসেম্বর, ২০২২।
চীনের উহানে সরকার কোভিড নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা শিথিল করার পর এক ব্যক্তি বন্ধ একটি দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ১০ ডিসেম্বর, ২০২২।

গত সপ্তাহে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা সহজ করা সত্ত্বেও কোভিড সংক্রমণের ফলে চীনের কেন্দ্রীয় শহর উহানে অনেক ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

যারা অসুস্থ এবং যারা সংক্রমণের ভয়ে বাড়িতে অবস্থান করছিলেন, লকডাউন শেষ হবার পর তাদের আশা পূর্ণ হচ্ছে না। আপাতত সহায়তার জন্য সরকার পদক্ষেপ নেয়ার তেমন কোনো লক্ষণ দেখাচ্ছে না।

ঝু-এর মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা এই চ্যালেঞ্জের মুখোমুখি যে পরবর্তী বছরে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে বেইজিং কঠোর কোভিড বিধিনিষেধ শিথিল করলেও সংক্রমণের কারণে পরবর্তী কয়েক মাসে প্রবৃদ্ধি সম্ভবত হ্রাস পাবে।

বিষণ্ণ ঝু আরও বলেন, ৩০ বছর আগে তিনি ব্যবসা শুরু করার পর থেকে বর্তমানে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে। যেখানে সাধারণত একটি জনাকীর্ণ ফুড স্ট্রিট থাকার কথা ছিল সেখানে গত শনিবার বেশিরভাগ রেস্তোরাঁ বন্ধ বা খালি ছিল।

তিনি বলেন, অভূতপূর্ব বিক্ষোভের পরে ‘জিরো কোভিড’ শিথিল হওয়ার পরের দৃষ্টিভঙ্গি ২০২০ সালে শহরের ৭৬ দিনের লকডাউনের তুলনায় আরও বর্ণহীন, কারণ এই বছর তার বাড়িওয়ালা তার ভাড়া কমাচ্ছে না।

সমীক্ষাগুলোতে দেখা গেছে ব্যাপক কোভিড নিষেধাজ্ঞার মধ্যে নভেম্বরে কারখানার কার্যকলাপ সংকুচিত হয়েছে। রপ্তানি এবং আমদানি কমপক্ষে আড়াই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে হ্রাস পেয়েছে, মন্থর অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করেছে।

হংকং ইউনিভার্সিটির ফিন্যান্সের অধ্যাপক ঝিউউ চেন বলেছেন, তিনি অনুভব করেছেন,কর্তৃপক্ষ আশা করে যে সংক্রমণ ৩ বা ৪ মাসের মধ্যে পর্যাপ্ত অনাক্রম্যতা তৈরি করবে, যার ফলে ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসাগুলো পুনরুদ্ধার হতে পারে।

XS
SM
MD
LG