অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য ইউক্রেন লক্ষ্য করে রুশ ড্রোন ও কামান হামলা, পূর্বাঞ্চলে প্রচণ্ড যুদ্ধ চলছে


রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনের ডনেৎস্কে গোলাবর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত বাজারের স্টলের ভিতরে অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছে, ডিসেম্বর ৬, ২০২২।
রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনের ডনেৎস্কে গোলাবর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত বাজারের স্টলের ভিতরে অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছে, ডিসেম্বর ৬, ২০২২।

মস্কো রাশিয়ার অভ্যন্তরের একটি এয়ারফিল্ডে আঘাত করার জন্য কিয়েভকে অভিযুক্ত করেছে। এর পরের দিন পূর্বদিকে প্রবল লড়াইয়ের খবর পাওয়া যায়। কর্তৃপক্ষ ৭ ডিসেম্বর জানায়, রাশিয়ান বাহিনী কামিকাজে ড্রোন এবং ভারী আর্টিলারি দিয়ে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে আক্রমণ করেছে। এতে দুজন লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ ৭ ডিসেম্বর বলেন, খেরসনে, রাশিয়ান সৈন্যরা আগের দিন ৫১ বার গোলাবর্ষণ করে দুই জনকে হত্যা করেছে।

ডিনিপ্রোপেত্রোভস্কের গভর্নর ভ্যালেনটিন রেজনিচেঙ্কো বলেছেন, ইউক্রেনীয় বাহিনী রাতের আক্রমণকারি সমস্ত রাশিয়ান ড্রোন ধ্বংস করে দিয়েছে।


তিনি টেলিগ্রামে লিখেছেন, "ইস্ট এয়ার কমান্ডের সামরিক সদস্যরা দারুণ কাজ করেছে। ওই এলাকার দিকে লক্ষ্য করে রাখা আটটি শত্রু ড্রোনকে আমরা গুলি করে ভূপাতিত করেছি। "


তিনি বলেন, নিকোপোল জেলা ও শহরকে লক্ষ্য করে রাশিয়ার গোলাবর্ষণের ফলে গ্যাস পাইপলাইন, ঘরবাড়ি ও খামার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াশিংটনে, ৬ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিরক্ষা নীতি বিলে, যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ইউক্রেনকে আগামী বছর কমপক্ষে ৮০ কোটি ডলার অতিরিক্ত নিরাপত্তা সহায়তা দিতে সম্মত হয়েছেন।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে রাশিয়ার কুর্স্ক শহরের কর্মকর্তারা একটি এয়ারফিল্ডের উপরে কালো ধোঁয়ার ছবি প্রকাশ করেছেন। সেখানকার গভর্নর বলেছেন, একটি তেলের স্টোরেজ ট্যাংক আগুনে পুড়ে গেছে।

যদিও ইউক্রেন সরাসরি তিনটি হামলার জন্য দায় স্বীকার করেনি। হামলাগুলোর মধ্যে একটি সারাতোভ অঞ্চলে, ইউক্রেনের প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে একটি রাশিয়ান সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছিল। ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা্কে ৫ ডিসেম্বর দ্য নিউ ইয়র্ক টাইমসে উদ্ধৃত করে বলা হয় যে ড্রোনগুলি ইউক্রেনীয় অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার বলেন, ডনেৎস্ক অঞ্চলে শত্রুরা তার বেশিরভাগ বাহিনীকে জড়ো করেছে। সেখানে খুব ভারী যুদ্ধ চলছে ”এবং মূল্যটা অনেক বেশি ।”

রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস থেকে কিছু তথ্য নেয়া হয়েছে।

XS
SM
MD
LG