অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ান কুর্দিরা বলেছে, তারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সাথে পুনরায় যৌথ অভিযান শুরু করেছে


যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) যোদ্ধারা সিরিয়ার রাক্কায় আল নাঈম চত্ত্বরে পাহারা দিচ্ছে। ৭ ফেব্রুয়ারি, ২০২২। ফাইল ছবি।
যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) যোদ্ধারা সিরিয়ার রাক্কায় আল নাঈম চত্ত্বরে পাহারা দিচ্ছে। ৭ ফেব্রুয়ারি, ২০২২। ফাইল ছবি।

সিরিয়ায় ইসলামিক স্টেটকে পরাজিত করতে সহায়তাকারী যুক্তরাষ্ট্রের সমর্থিত গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সোমবার বলেছে, তারা পুনরায় যুক্তরাষ্ট্রের সাথে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। তুরস্কের নিয়ন্ত্রিত এলাকায় বোমাবর্ষণের কারণে এটি স্থগিত করা হয়েছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুরস্ক উত্তর সিরিয়ায় তাদের গোলাবর্ষণ এবং বিমান হামলার হার বৃদ্ধি করেছে এবং বলেছে, তারা সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে একটি স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ান কুর্দিদেরকে তুরস্ক সন্ত্রাসী বলে অভিহিত করে কিন্তু এরাই সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর বড় অংশ।

শুক্রবার এসডিএফ বলেছে, বোমা হামলার কারণে সমস্ত যৌথ অভিযান স্থগিত করা হয়েছে। এই অভিযান জোট দ্বারা অনুমোদিত একটি পদক্ষেপ।

এসডিএফ দীর্ঘদিন ধরে সতর্ক করেছে যে, তুর্কি অনুপ্রবেশের বিরুদ্ধে নতুন এই লড়াই আইএস যোদ্ধদের বন্দি করা কারাগারের সুরক্ষা থেকে বা সিরিয়ায় এখনো হামলা চালানো আইএস স্লিপার সেলগুলোর বিরুদ্ধে লড়াই থেকে বাহিনীগুলোকে সরিয়ে দেবে।

এসডিএফের একজন মুখপাত্র সিমান্দ আলি রয়টার্সকে বলেছেন, শনি এবং রবিবার ৪টি যৌথ টহল চালু করা হয়েছে। তুর্কি হামলা হ্রাসের পর সপ্তাহান্তে পুনরায় জোটের সাথে যৌথ টহল এবং প্রশিক্ষণ অনুশীলন শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা সিরিয়ায় নেটো মিত্র তুরস্কের উদ্বেগ বুঝতে পারছে তবে তারা স্থল আক্রমণের বিরোধিতা করেছে। তারা বলেছে, তুর্কি অভিযান যুক্তরাষ্ট্রের কর্মীদের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ২০১৭ সাল থেকে এসডিএফকে বিমান হামলা, সামরিক সরঞ্জাম এবং উপদেষ্টা দিয়ে সহায়তা করেছে। তারা প্রথমে এটিকে আইএসের কাছ থেকে এলাকা পুনরুদ্ধারে সহায়তা করে এবং তারপর জিহাদি স্লিপার সেলগুলোর বিরুদ্ধে নির্মূল অপারেশনে সহায়তা করে।

XS
SM
MD
LG