রবিবার বিশ্বকাপের শেষ-১৬ এর রেকর্ড-ভাঙ্গা লড়াইয়ে ফ্রান্স পোল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে। যার ফলে অলিভিয়ে জিরু ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা লাভ করেন। এই খেলায় এমবাপ্পে দুর্দান্ত দুটি গোল করে।
ফ্রান্স গোলের জন্য বিরামহীনভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছিল, কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ পোল্যান্ডের জাল খুঁজে পেতে তাদেরকে বিরতির ঠিক আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। জিরু’র উদ্দেশে এমবাপ্পে একটি নিখুঁত থ্রু-পাস দেওয়ার পর সেটাকে তিনি বিদ্যু্তবেগে গোলরক্ষক ভোইচেখ শেজনির পাশ দিয়ে জালে জড়িয়ে দেন। এটি ছিল ফ্রান্সের পক্ষে তার ৫২তম গোল।
বিরতির পরেও বর্তমান শিরোপাধারী ফ্রান্স আক্রমণ অব্যাহত রাখে। এক পর্যায়ে জুল কুন্দের ক্রস থেকে তার দ্বিতীয় গোলটি প্রায় পেয়েই গেছিলেন জিরু। এমবাপ্পে ৭৪ তম মিনিটে সেটি আর মিস করেননি। পেনাল্টি বক্সের ভেতর থেকে ক্ষেপণাস্ত্রের মত দ্রুত গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। এখানেই থেমে থাকেননি এমবাপ্পে। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে আরেকটি দ্রুত গতির শটে তিনি তার দ্বিতীয় গোলটি করেন। চলমান বিশ্বকাপে এটা ছিল এমবাপ্পের পঞ্চম গোল।
রবার্ট লেভানডস্কির পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক একটি গোল পায় পোল্যান্ড।