বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো প্রাণহানি নেই। তবে, এই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১২০জন। চলতি বছর ডেঙ্গু সংক্রমণে ২৫৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৭৮জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৪২জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৭২৭জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৭৭৩জন রোগী ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৭ হাজার ৮৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৮০৩জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৫জন ডেঙ্গু রোগী।