অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ভিওএ, আরএফই/আরএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞার সমর্থনে তালিবান


ভিওএ ভবন
ভিওএ ভবন

ইসলামপন্থী তালিবান সরকার আফগানিস্তানে ভয়েস অব আমেরিকাসহ যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত দুটি সংবাদ মাধ্যমের এফএম রেডিও সম্প্রচার নিষিদ্ধ করার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছে যে ঐ দু’টি সংবাদ মাধ্যম স্থানীয় আইন অবমাননা করছিল।

বৃহস্পতিবার ভিওএ এবং আজাদি রেডিওর অন্যান্য আফগান শাখা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি বা আরএফই/ আরএল-এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একদিন আগেই তালিবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক বলেছে যে তারা রেডিও অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে অভিযোগ পেয়েছে কিন্তু কোনও সুনির্দিষ্ট কিছু বলেনি।

আফগানিস্তানে এফএম সম্প্রচারের জন্য একই পদ্ধতি ব্যবহার করে এমন অন্যান্য আন্তর্জাতিক সম্প্রচারকদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়।

তালিবানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আব্দুল কাহার বালখি ভিওএ-কে তার লিখিত মন্তব্যে বলেছেন, "আফগানিস্তানে প্রেস আইন রয়েছে এবং যে কোনো নেটওয়ার্ককে এই আইনগুলি বারবার লঙ্ঘন করতে দেখা গেলে তাদের থেকে আফগানিস্তানের অভ্যন্তরে রিপোর্ট করা এবং সম্প্রচার করার সুযোগ কেড়ে নেয়া হবে।”

বালখি জোর দিয়ে বলেন, “ভিওএ এবং আজাদি রেডিও এই আইনগুলি মেনে চলতে ব্যর্থ হয়েছে। বারংবার তাদেরকে ঐসব আইন লঙ্ঘন করতে দেখাগিয়েছে। তারা পেশাদারিত্ব দেখাতে ব্যর্থ হয়েছে এবং সে করণেই তাদের বন্ধ করে দেওয়া হয়েছে।”

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত দুটি সংবাদ সংস্থা সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করে সম্পূর্ণভাবে সামাঞ্জস্যপূর্ণ সংবাদ প্রচারের লক্ষ্যেই কাজ করে।


ভিওএ-র আফগান বিভাগের একাধিক শাখা ১৫টি এফএম চ্যানেল এবং মিডিয়াম ওয়েভ দুটি চ্যানেলে পশতু এবং দারি ভাষায় দিনে ১২ ঘন্টার অনুষ্ঠান ভাগাভাগী করে সম্প্রচার করে। এই অনুষ্ঠানগুলো আফগানিস্তানের দারিদ্র পীড়িত অঞ্চলে যেখানে তথ্য পাওয়ার প্রধান উৎস রেডিও সেখানকার লক্ষ লক্ষ শ্রোতাদের কাছে তা পৌঁছে দেয়।

XS
SM
MD
LG