অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প


ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিয়ানজুরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি দোকান পরিদর্শন করছেন কর্মীরা। সোমবার, ২১ নভেম্বর ২০২২।
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিয়ানজুরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি দোকান পরিদর্শন করছেন কর্মীরা। সোমবার, ২১ নভেম্বর ২০২২।

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় সোমবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে অন্তত ৪৬ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান জানান, ভূমিকম্পে ডজন কয়েক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিয়ানজুরে।

রাজধানী জাকার্তায় ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে জাকার্তার অবস্থান ৭০ কিলোমিটার দূরে। ভূমিকম্পের ফলে শহরটির কিছু সুউচ্চ দালান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়।

XS
SM
MD
LG