অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারত গেলো বিজিবি প্রতিনিধি দল


বিজিবি প্রতিনিধি দল
বিজিবি প্রতিনিধি দল

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং ভাএতর বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের তিন দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে, বিজিবি’র ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন।

বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান বিাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ১৫ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান। বাকী ১৪ জন বিজিবির কর্মকর্তা।

বাংলাদেশর প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছল, ভারতের বিএসএফ কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার তাদের শুভেচ্ছা জানান। পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবির প্রতিনিধি দলকে গার্ড অফ অনার দেওয়া হয়।

কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফের আইজিপি অতুল ফুলজেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, “ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর বাংলাদেশের প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে স্বদেশে ফিরে আসবে।”

এছাড়া, সীমান্ত পথে অবৈধ অস্ত্রের চালান, অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলেও জানান লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।

XS
SM
MD
LG