অ্যাকসেসিবিলিটি লিংক

কপ-২৭ জলবায়ু সম্মেলনের আলোচ্যসূচিতে প্রথমবারের মতো জলবায়ু ক্ষতিপূরণের বিষয়টি উঠে এসেছে


কপ-২৭ জলবায়ু শীর্ষ সম্মেলনের সভাপতি সামেহ শৌকরি, মিশরের শারম আল-শেখে ৬ নভেম্বর, ২০২২ এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।
কপ-২৭ জলবায়ু শীর্ষ সম্মেলনের সভাপতি সামেহ শৌকরি, মিশরের শারম আল-শেখে ৬ নভেম্বর, ২০২২ এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।

মিশরে জাতিসংঘের কপ-২৭ জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলিকে তাদের দুর্ভোগের জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত কিনা তা নিয়ে আলোচনা করতে সম্মত হন।

সভাপতি সামেহ শৌকরি উদ্বোধনী বক্তব্যে বলেন যে প্রথমবারের মতো কপ এবং প্যারিস চুক্তির আনুষ্ঠানিক আলোচনায় প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়টি জায়গা করে নিয়েছে। বিদ্যমান নানা সমস্যার মধ্যেও ক্ষতি মেটানোর জন্য প্রয়োজনীয় তহবিল নিয়ে চাপ সৃষ্টি করা হবে।

রবিবার মিশরের শারম আল-শেখে জলবায়ু আলোচ্যসূচিতে এই বিষয়টি গৃহীত হয়। ১৮ ই নভেম্বর পর্যন্ত চলা আলোচেনায় যোগ দিতে বিশ্ব নেতারা সেখানে পৌঁছেছেন।

কপ-২৭ এ বেশিরভাগ উদ্বেগ ক্ষতি এবং ক্ষতির সাথে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে । ধনী দেশগুলির কারণে জলবায়ু-উষ্ণায়নের জন্য সামান্য দায়িত্ব হিসেবে নিম্ন-আয়ের দেশগুলিকে এই তহবিল ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।

গত বছর গ্লাসগোতে কপ ২৬-এ, উচ্চ-আয়ের দেশগুলি ক্ষতি এবং ক্ষতির অর্থায়নসংস্থানের জন্য একটি প্রস্তাব বন্ধ করে দেয়, পরিবর্তে অর্থায়ন বিষয়ে আলোচনার জন্য একটি নতুন তিন বছরের সংলাপকে বেছে নেয়।

কপ-২৭ এ আলোচ্যসূচিতে এখন ক্ষতি এবং ক্ষতির আলোচনাগুলি দায়বদ্ধতা বা বাধ্যতামূলক ক্ষতিপূরণের সাথে যুক্ত হবে না। তবে তাদের "২০২৪ এর মধ্যেই" একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যেতে হবে বলে, শৌকরি বলেন।

তিনি আরও বলেন, "এই আলোচ্যসূচী অন্তর্ভুক্তি জলবায়ু দুর্যোগের ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতির অনুভূতিকেই প্রতিফলিত করে।"

XS
SM
MD
LG