অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেন বলছে, রাশিয়ান সেনাবাহিনীতে বাধ্যতামুলক ভাবে নিয়োগকৃত সেনারা খুব সামান্যই প্রশিক্ষণ প্রাপ্ত


রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের প্রুডবোইতে একটি রেলওয়ে স্টেশনে রাশিয়ার নিয়োগকৃত সৈন্যরা একটি ট্রেনে উঠেছেন। সেপ্টেম্বর ২৯, ২০২২।
রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের প্রুডবোইতে একটি রেলওয়ে স্টেশনে রাশিয়ার নিয়োগকৃত সৈন্যরা একটি ট্রেনে উঠেছেন। সেপ্টেম্বর ২৯, ২০২২।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার তার গোয়েন্দা আপডেটে বলেছে, "নতুন ভাবে গঠিত সেনা সদস্যের দলগুলোতে সম্ভবত ন্যূনতম প্রশিক্ষণ বা কোনও প্রশিক্ষণ নেই।"

প্রতিবেদনে বলা হয়, "রাশিয়া সম্ভবত তার বর্তমান অভিযান এবং তার বার্ষিক শরৎকালীন নিয়োগের সামরিক প্রশিক্ষণ প্রদানের জন্য প্রতিকূলতায় পড়েছে। । সেপ্টেম্বরের ঘোষনা অনু্যায়ী, রাশিয়ান সশস্ত্র বাহিনী ইতিমধ্যে সংহত বাহিনীর আংশিক ,আনুমানিক ৩ লক্ষ সৈন্যের জন্য প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যবস্থা নিয়েছে।

মন্ত্রক বলেছে, "এই বিষয়গুলি,"শরতকালীন নিয়মিত বার্ষিক নিয়োগেও যোগ করা হবে”, যা কিনা নভেম্ভরে শুরু হয়।

মন্ত্রক আরও জানিয়েছে, রাশিয়ার বেলারুশে প্রশিক্ষণ কর্মী, অস্ত্রশস্ত্র এবং সুযোগ-সুবিধার অভাবের কারণে অনেক সৈন্য আশ্রয় নিয়েছে।

এদিকে, রাশিয়া আগ্রাসনের বিরুদ্ধে লড়াই নয় মাস ধরে চলায়, নিরাপত্তা সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ৪০ কোটি ডলার দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘’২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিনা প্ররোচনায় ও নিষ্ঠুর আগ্রাসনের’’ শুরু থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৮ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি প্রতিশ্রুতি দিয়েছে।

এই সহায়তাগুলোর মধ্যে এয়ার ডিফেন্স মিসাইলের সংস্কার, উন্নত অপটিক্স, যোগাযোগ, সাঁজোয়া নিরাপত্তা যানবাহন, সেইসাথে কৌশলগত নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি সিস্টেমের পুনর্নির্মাণের জন্য অর্থায়ন, প্রশিক্ষণের জন্য অর্থায়ন সহ, রক্ষণাবেক্ষণও রয়েছে।

শুক্রবার রাতে দেয়া ভাষণে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, "অব্যাহত ও গুরুত্বপূর্ণ সহায়তার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেন, মার্কিন কংগ্রেস এবং সমগ্র আমেরিকান জনগণের কাছে কৃতজ্ঞ।"

তবে গত মাসে, হাউসের শীর্ষ রিপাবলিকান কেভিন ম্যাকার্থি বলেন, আমেরিকানদের ইউক্রেনের জন্য "ব্ল্যাঙ্ক চেক" লেখা উচিত নয়।

এদিকে, ক্রেমলিন ইঙ্গিত দিয়েছে যে তারা খেরসন থেকে সরে যাচ্ছে, যা রাশিয়ার জন্য কৌশলগত একটি অঞ্চল।খেরসনের সিটি কাউন্সিল থেকে রাশিয়ার পতাকা সরিয়ে ফেলা হয়েছে।

XS
SM
MD
LG