অ্যাকসেসিবিলিটি লিংক

দলত্যাগী ও পিছুহটা সেনাদের গুলি করার জন্য রাশিয়ার প্রস্তুত থাকার সম্ভাবনা আছে: যুক্তরাজ্য


রাশিয়ায় নিয়োগপ্রাপ্তরা সেনারা দেশটির ভলগোগ্রাদ অঞ্চলের প্রুডবোইতে একটি রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে। ২৯ সেপ্টেম্বর ২০২২।
রাশিয়ায় নিয়োগপ্রাপ্তরা সেনারা দেশটির ভলগোগ্রাদ অঞ্চলের প্রুডবোইতে একটি রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে। ২৯ সেপ্টেম্বর ২০২২।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সম্পর্কে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের হালনাগাদ খবরে জানা গেছে, রাশিয়া ইউক্রেনে সম্ভবত তার দলত্যাগী ও পিছুহটা সেনাদের গুলি করার জন্য প্রস্তুত হতে যাচ্ছে।

শুক্রবারের হালনাগাদ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, "কম মনোবল ও যুদ্ধে অনিচ্ছার কারণে, রাশিয়ান বাহিনী সম্ভবত 'বাধা দেওয়ার বাহিনী' বা 'ব্লকিং ইউনিট' মোতায়েন করা শুরু করেছে। এই ইউনিটগুলো আক্রমণ করতে বাধ্য করার জন্য তাদের নিজস্ব পশ্চাদপসরণকারী সেনাদের গুলি করার হুমকি দেওয়ার অধিকার রাখে। রাশিয়ান বাহিনী যুদ্ধস্থলে এর আগেও তাদের এই বাহিনী ব্যবহার করেছে।

মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, "নিজেদের দলত্যাগীদের গুলি করে মারার কৌশলটি সম্ভবত রুশ বাহিনীর নিম্নমান, কম মনোবল ও শৃঙ্খলাহীনতার প্রমাণই বহন করে”।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার জার্মানিতে তাঁর বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিপক্ষ—যেমন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এবং ব্রিটিশ পররাষ্ট্রসচিব জেমস ক্লেভারলির সাথে "রাশিয়ার বর্বর আগ্রাসনের মুখে ইউক্রেনের জন্য ধারাবাহিক সমর্থনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রান্সআটলান্টিক সহযোগিতা অব্যাহত রাখার" এবং "রাশিয়ার প্রতি ইরানের সামরিক সমর্থন এবং ইরানি জনগণের ওপর ইরানি বাহিনীর সহিংস ও দমন পীড়ন”সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার দেশটির মিসাইল ও আর্টিলারি দিবস এবং প্রকৌশল বাহিনী দিবস পালন করার সময় তিনি তার সেনাদের প্রশংসা করেন।

জেলেন্সকি একটি সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাসের দৈনন্দিন অসুবিধার কথা উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষকে ইউক্রেনের সমস্ত শহর এবং জনপদগুলোতে বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে বলেছেন।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বৃহস্পতিবার বলেছে, ইউক্রেনের তিনটি স্থানে "নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার" থাকার পরেও ইউক্রেনে অঘোষিত পারমাণবিক ক্রিয়াকলাপ এবং উপকরণ রয়েছে, রাশিয়ার এই দাবির সমর্থনে নজরদারি সংস্থা কোনো প্রমাণ খুঁজে পায়নি।

XS
SM
MD
LG