যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী ব্যবসায়ী পল পেলোসিকে সান ফ্রান্সিসকো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ছয় দিন আগে হাতুড়ি নিয়ে একজন অনুপ্রবেশকারী এই দম্পতির বাড়িতে ঢুকে পল পেলোসিকে আঘাত করে। এর ফলে তাঁর অস্ত্রোপচার করা হয়।
তাঁর স্বাস্থ্যের অবস্থার সর্বশেষ খবর এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা বলেছেন যে, হাতুড়ি দিয়ে হামলায় অভিযুক্ত পল ওয়েন ডেপাপে (৪২) একজন কানাডিয়ান নাগরিক। তিনি পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অবৈধভাবে সেখানে ১৪ বছর ধরে অবস্থান করছিলেন।
শুক্রবার ডেপাপেকে সান ফ্রান্সিসকোতে পেলোসিদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে তিনি জোরপূর্বক প্রবেশ করে ন্যান্সি পেলোসির সাথে সাক্ষাতের দাবি করেন এবং তারপর তার স্বামীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন।
ন্যান্সি পেলোসি একজন ডেমোক্র্যাট। প্রেসিডেন্ট পদের উত্তরাধিকার হিসেবে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ঘটনার সময় তিনি ওয়াশিংটনে ছিলেন।
দোষী সাব্যস্ত হলে ডেপাপে সর্বোচ্চ ১৩ বছরের যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত হতে পারেন।
ফেডারেল প্রসিকিউটররা ডেপাপের বিরুদ্ধে আলাদাভাবে আক্রমণ এবং অপহরণের চেষ্টার অভিযোগ এনেছেন, যা প্রমাণিত হলে তাঁর ৫০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
অভিবাসন কর্মকর্তাদের মতে, কানাডিয়ান ভ্রমণকারীরা নিজেদের ব্যবসা বা আনন্দ ভ্রমণের জন্য দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেক্ষেত্রে সাধারণত তাদের ভিসার প্রয়োজন হয় না এবং তারা যুক্তরাষ্ট্রে ছয় মাস পর্যন্ত অবস্থান করতে পারেন।
সংস্থাটি বলেছে, আটককারী অন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ করেছে যে, কোনো নির্বাসনযোগ্য ব্যক্তিকে আটক থেকে মুক্তি দেওয়ার আগে আইসিইকে অবহিত করার জন্য, যাতে অভিবাসন কর্মকর্তারা “একটি নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশে সেই ব্যক্তিকে হেফাজতে নিতে পারেন”।