ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো রবিবারের নির্বাচনে হেরে যাওয়ার পর তার প্রথম প্রকাশ্য ভাষণে পরাজয় স্বীকার করেননি এবং তার সমর্থকদের ভোট নিয়ে বিক্ষোভকে "ক্ষোভ ও অবিচারের অনুভূতির"' ফল বলে বলেছেন।
তিনি নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করা বন্ধ করে দিয়েছেন এবং তার চিফ অফ স্টাফ, সিরো নোগুইরাকে বামপন্থী প্রেসিডেন্ট-ইলেক্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রতিনিধিদের সাথে হস্থান্তর প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছেন।
তার নীরবতার মধ্যেই, সমর্থকরা তার পরাজয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে, কেউ কেউ প্রাক্তন রাষ্ট্রপতি লুলাকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেওয়ার জন্য একটি সামরিক অভ্যুত্থানের আহ্বান জানায়।
ব্যবসায়ী গোষ্ঠীগুলি বলছে, মহাসড়ক অবরোধের ফলে জ্বালানি বিতরণ, সুপারমার্কেট সরবরাহ এবং প্রধান বন্দরগুলিতে শস্য রপ্তানীর প্রবাহ ব্যাহত হয়েছে।
বোলসোনারো বলেন, "বর্তমান এই বিপুল আন্দোলন, নির্বাচনী প্রক্রিয়া যেভাবে সংঘটিত হয়েছে সে সম্পর্কে ক্ষোভ ও অবিচারের অনুভূতির ফল।"
কিন্তু মানুষের চলাচলে বাধা না দিয়ে আর জাতীয় সম্পদ নষ্ট না করে বিক্ষোভকারীদের তিনি বাড়ি ফিরে যেতে বলেন।
সাও পাওলোর বাইরে রাজপথের বিক্ষোভে অংশ নেওয়া ৩৪ বছর বয়সী কারিনা লৌরিন্ডা বলেন, তাদের শান্ত থাকার অনুরোধ করা হলেও তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন। তিনি কিছুতেই লুলাকে গ্রহন করবেন না বলে মন্তব্য করেন।
বোলসোনারোর চিফ অব স্টাফ এবং ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মৌরাও, লুলা ক্যাম্পের সাথে যোগাযোগ করতে শুরু করেছেন আলোচনার জন্য। কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার সহ অন্যান্য মিত্ররা রবিবার থেকে বোলসোনারো সরকারকে নির্বাচনের ফলাফল সম্মান করার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট বলেছে, তারা মনে করে যে, সরকার পরিবর্তনের অনুমোদন দিয়ে বোলসোনারো নির্বাচনের ফলাফলকেই স্বীকৃতি দিচ্ছে।
দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে ১৯ মাস কারাগারে কাটানো লুলার বিজয় ৭৭ বছর বয়সী সাবেক এই শ্রমিকের জন্য একটি চমকপ্রদ প্রত্যাবর্তনের প্রতিনিধিত্বই করে।
লুলা, বোলসোনারোর অনেক নীতি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে রয়েছে বন্দুক-পন্থী ব্যবস্থা এবং আমাজন রেইনফরেস্টের দুর্বল সুরক্ষা। তার সহযোগীরা মঙ্গলবার নিশ্চিত করেছেন যে, তিনি এই মাসে মিশরে অনুষ্ঠিতব্য কপ-২৭ জলবায়ু সম্মেলনে যোগ দেবেন।