রবিবার কাতার বলেছে, ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের বাধ্যতামূলক পাসের জন্য ১৫ লাখের বেশি মানুষ আবেদন করেছে।
হায়া পাস সার্ভিসের প্রধান সাদ আল-সুওয়াইদি বলেছেন, এখন পর্যন্ত ১৫ লাখ থেকে ১৭ লাখ মানুষ কার্ডের জন্য আবেদন করেছে। এই কার্ড ভিসা, ম্যাচ টিকেট, পরিবহন টিকেট হিসেবে কাজ করে এবং কিছু ফ্যান জোনে প্রবেশাধিকার দেয়।
খেলা দেখতে চান বা না চান, ১ নভেম্বর থেকে কাতারে ভ্রমণকারীদের প্রবেশের জন্য পাসের প্রয়োজন হবে।
কাতার বলেছে, তারা ১০ লাখের বেশি বিদেশী দর্শকের পাশাপাশি হাজার হাজার দেশীয় দর্শক ফুটবল উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে।
আন্তর্জাতিক সমর্থকদের অবশ্যই টিকেট কেনার পরে এবং থাকার ব্যবস্থা করার পরে পাসের জন্য আবেদন করতে হবজ
কর্মকর্তারা জানিয়েছেন, দোহার দুটি আন্তর্জাতিক বিমানবন্দর দিনে দেড় লাখ এন্ট্রি পরিচালনা করার জন্য প্রস্তুত হচ্ছে।
যারা সৌদি আরব থেকে স্থলপথে আসবেন তাদেরকে দোহাগামী বাসে যেতে হবে অথবা তাদের নিজস্ব গাড়ি চালানোর জন্য ১ হাজার ৩৭৫ ডলার ফি দিতে হবে।
কর্মকর্তারা বলছেন, আবু সামরা ল্যান্ড ক্রসিং-এ সীমান্ত কর্মকর্তাদের ঘণ্টায় ৪ হাজার মানুষকে কাতারে প্রবেশ করতে দেয়ার সক্ষমতা রয়েছে।