অ্যাকসেসিবিলিটি লিংক

৩১ অক্টোবর থেকে সিলেটে ৪৮ ঘন্টা পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা


আগামী ৩১ অক্টোবর থেকে, বাংলাদেশের সিলেট জেলায় ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারীতে আবার সনাতন পদ্ধতি চালু করার দাবিতে সোমবার (১৭ অক্টোবর) নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কার্ভাডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, “সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারীগুলো থেকে স্বাধীনতার পর থেকে সারাদেশে পাথর সরবরাহ করা হচ্ছিল। প্রায় ১৫ লাখ ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন মালিক-শ্রমিক এ পাথর ব্যবসার সঙ্গে জড়িত। গত পাঁচ বছর ধরে কোয়ারী বন্ধ থাকার কারণে, সিলেটের পরিবহন খাত, বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।”

সংবাদ সম্মেলনে বলা হয়, “গত ১৬ অক্টোবর সিলেটের পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে আমরা সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছি। ৩০ অক্টোবরের মধ্যে সিলেটের পাথর কোয়ারী খুলে দেওয়া না হলে, ৩১ অক্টোবর থেকে সিলেট জেলায় ৪৮ ঘন্টা এবং পর্যায়ক্রমে সিলেট বিভাগে সকল প্রকার পণ্য পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হবে।”

XS
SM
MD
LG