অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামি জঙ্গিদের অর্থ প্রদান না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেছে সোমালিয়া সরকার


সোমালিয়ার মোগাদিশুতে আল-শাবাব জঙ্গিদের দ্বারা মারাত্মক অবরোধের পরে লোকেরা একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে ৷ ২১ আগস্ট, ২০২২। ফাইল ছবি।
সোমালিয়ার মোগাদিশুতে আল-শাবাব জঙ্গিদের দ্বারা মারাত্মক অবরোধের পরে লোকেরা একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে ৷ ২১ আগস্ট, ২০২২। ফাইল ছবি।

সোমালিয়ার সরকার শনিবার আল-শাবাবকে চাঁদাবাজির অর্থ প্রদান করে এমন ব্যবসাগুলিকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে। সোমালিয়া সরকার এ রকম লাভজনক নগদ সরবরাহের পথকে রোধ করতে চাইছে । প্রাপ্ত এই সব অর্থ ইসলামপন্থী জঙ্গিরা প্রাণনাশী বিদ্রোহের অর্থায়নের জন্য ব্যবহার করে।

সোমালিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রক বলেছে যে আল-কায়েদা মিত্রকে অর্থ প্রদানকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন যে একটি জটিল এবং ব্যাপক কর ব্যবস্থার মাধ্যমে তারা মিলিয়ন ডলার সংগ্রহ করে।

মন্ত্রক বলেছে যে কোনও ব্যবসা যে কোনও উপায়ে আল-শাবাবের সাথে অর্থ প্রদান করেছে বা সহযোগিতা করেছে তার কারণে সরকারের দেওয়া তাদের ট্রেডিং পারমিট প্রত্যাহার সহ তারা "আইনি ব্যবস্থার মুখোমুখি" হবে।

মন্ত্রক ব্যবসায়ীদের কাছে একটি চিঠিতে বলেছে, "যে কোনো ব্যবসায়ী যদি সন্ত্রাসীদের দ্বারা জারি করা নির্দেশ মেনে চলে এবং তাদের আয় প্রদান করে , তাকে আর কখনো সোমালিয়ায় ব্যবসা করার অনুমতি দেওয়া হবে না"।

"আল-শাবাবের সদস্যদের সম্পৃক্ততা পাওয়া যে কোন কোম্পানি, বা যে তাদের পণ্যদ্রব্যের পৃষ্ঠপোষকতা করে, রিয়েল এস্টেট সহ তাদের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে।"

আল-শাবাব ১৫ বছরেরও বেশি সময় ধরে মোগাদিশুতে কেন্দ্রীয় সরকারকে উৎখাত করার চেষ্টা করছে এবং নিয়মিত বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে মারাত্মক বোমা হামলা ও সশস্ত্র হামলা চালিয়ে আসছে।

XS
SM
MD
LG