অ্যাকসেসিবিলিটি লিংক

গণমাধ্যমে আল-শাবাবের অপপ্রচার প্রকাশ না করতে সোমালি সরকারের সতর্কবাণী


সোমালিয়ার রাজধানী মোগাদিশুর ঠিক বাইরে আল-শাবাবের সশস্ত্র যোদ্ধারা পিকআপ ট্রাকে চড়ে শহরের ভেতরে যাবার প্রস্তুতি নিচ্ছে (ডিসেম্বর ৮, ২০০৮)
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর ঠিক বাইরে আল-শাবাবের সশস্ত্র যোদ্ধারা পিকআপ ট্রাকে চড়ে শহরের ভেতরে যাবার প্রস্তুতি নিচ্ছে (ডিসেম্বর ৮, ২০০৮)

যেসব গণমাধ্যম ইসলামী জঙ্গি দল আল শাবাবের পক্ষে অপপ্রচারমূলক বার্তা প্রকাশ করে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সোমালিয়ার সরকার। শনিবার এই ঘোষণা এসেছে।

এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন সোমালিয়ার সশস্ত্র বাহিনী স্থানীয় আধা-সামরিক বাহিনী ও আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় আল-কায়েদার এই সহযোগী সংগঠনের বিরুদ্ধে আগ্রাসী পাল্টা-আক্রমণ শুরু করতে যাচ্ছে।

তথ্য উপমন্ত্রী আবদিরাহমান ইউসুফ বলেন, “আমি সোমালি গণমাধ্যম ও সকল সোমালি মানুষকে জানাচ্ছি যে আমরা জঙ্গি কার্যক্রম ও আদর্শসহ আল শাবাবের সব ধরনের অপপ্রচার সংক্রান্ত সংবাদের সম্প্রচারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করবো।”

রাজধানী মোগাদিশুতে এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “সোমালি সরকার (আল শাবাবের) জঙ্গি মতাদর্শ ও ভয়ভীতি প্রদর্শনমূলক কার্যক্রম সংক্রান্ত সব ধরনের সম্প্রচারকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করছে।”

“তাদের অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, ছবি ও বার্তা বিতরণ করা যাবে না।”

ইউসুফ আরও জানান, সরকার একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে “জঙ্গি অ্যাকাউন্টের” বিরুদ্ধে সাইবার অভিযান শুরু করেছে এবং গত ৪৮ ঘণ্টায় ফেসবুক ও টুইটারের মতো প্ল্যাটফর্মে এ ধরনের ৪০টিরও বেশি অ্যাকাউন্ট অকার্যকর করেছে।

“অ্যাপ ও ওয়েবসাইটের মতো অন্যান্য উৎস, যেগুলো ব্যবহার করে জঙ্গিরা তাদের বার্তা ছড়িয়ে দেয়, সেগুলোকেও চিহ্নিত করে একইভাবে বন্ধ করা হবে”, আরও জানান তিনি।

ইউসুফ দাবি করেন, এটি বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ নয়। পরবর্তীতে তিনি এএফপিকে জানান, এই উদ্যোগ সোমালিয়ার সাংবাদিকদের আল-শাবাব সংক্রান্ত স্বাভাবিক সংবাদ প্রকাশে কোনো প্রভাব ফেলবে না।

আগস্ট মাসে রাজধানী মোগাদিশুর এক হোটেলে ৩০ ঘন্টাব্যাপী হামলায় ২১ জন নিহত হওয়া সহ ধারাবাহিক ভাবে বেশ কয়েকটি সহিংস হামলার পর সোমালিয়ার নবনিযুক্ত প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ জিহাদীদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের অঙ্গীকার করেছেন।

২০১১ সালে এই সংগঠনের যোদ্ধাদের মোগাদিশু থেকে উৎখাত করা হলেও তারা সময়ে সময়ে সামরিক, সরকারি ও বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা অব্যাহত রেখেছে।

XS
SM
MD
LG