ওপেক ও সংশ্লিষ্টরা ৫ অক্টোবরের বৈঠকে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলের বেশি তেল উৎপাদন হ্রাসের বিষয়টি বিবেচনা করবে বলে ওপেক সূত্রগুলি রবিবার রয়টার্সকে জানিয়েছে।
এই সংখ্যাটি গত সপ্তাহে প্রদত্ত একটি হ্রাসের হিসাবের চেয়ে কিছুটা বেশি, যা ৫ লক্ষ ব্যারেল এবং ১০ লক্ষ ব্যারেলের মধ্যে ছিল।
ওপেক+, যা ওপেক দেশসমুহ এবং রাশিয়ার মতো মিত্রদের নিয়ে তৈরি, ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো ভিয়েনায় সামনাসামনি বৈঠক করছে।
"এটি এমন একটি বৈঠক যা খুব আগ্রহউদ্দীপক বৈশ্বিক সময়ে অনুষ্ঠিত হচ্ছে," একটি সূত্র মন্তব্য করেছে।
মার্চ মাসে গত কয়েক বছরের মধ্যে উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কারণে দাম কমে যাওয়া এবং অস্থিতিশীল বাজার পরিস্থিতির কারণে উৎপাদন কমানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
ওপেকের ডি ফ্যাক্টো নেতা সৌদি আরব প্রথম আগস্টে বাজার সংশোধনের জন্য কাটছাঁটের সম্ভাবনার কথা বলে।