অ্যাকসেসিবিলিটি লিংক

পালটা আক্রমণের গতির সঙ্গে তাল মিলিয়ে সহায়তা চাইছে ইউক্রেন


ইউক্রেনের সার্ভিস সদস্যরা একটি সাঁজোয়া যানে করে কুপিয়ানস্ক শহরে মধ্য দিয়ে যাচ্ছেন। শহরটি সম্প্রতি সশস্ত্র বাহিনী স্বাধীন করেছে। (১৯ সেপ্টেম্বর, ২০২২)
ইউক্রেনের সার্ভিস সদস্যরা একটি সাঁজোয়া যানে করে কুপিয়ানস্ক শহরে মধ্য দিয়ে যাচ্ছেন। শহরটি সম্প্রতি সশস্ত্র বাহিনী স্বাধীন করেছে। (১৯ সেপ্টেম্বর, ২০২২)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ পালটা আক্রমণের মাধ্যমে রুশ বাহিনীকে বিতাড়ন করার পর উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলের পরিস্থিতি ‘স্থিতিশীল করছে’। তিনি ইউক্রেনে আরও দ্রুত সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান।

জেলেনস্কি সোমবার রাতের বক্তব্যে জানান, এই পর্যায়ে, ঠিক কোন গতিতে ঘটনাপ্রবাহ এগোবে, তা খুবই গুরুত্বপূর্ণ। 'হলফ করে বলতে গেলে, আমাদের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সহায়তা আসা উচিৎ’, জানান তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার এক বিবৃতিতে জানান, আগামী বছর ব্রিটেন ২০২২ সালে প্রতিশ্রুত ২৬০ কোটি ডলার বা তার চেয়ে বেশি সহায়তা প্রদান করবে।

ট্রাস আরও বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিজয়গুলো খুবই অনুপ্রেরণাদায়ক। এই সাহসী মানুষগুলো বারবার সমালোচকদের মুখ বন্ধ করেছেন এবং দেখিয়ে দিয়েছেন, তারা সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা পেলে কী করতে পারেন।’

জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিশ্বের নেতারা নিউইয়র্কে জমায়েত হচ্ছেন।

বুধবার এই অধিবেশনে জেলেনস্কি পূর্বে ধারণকৃত ভিডিও বার্তা দেবেন।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা সোমবার জানিয়েছেন, রুশ ধনকুবের ইয়েভগেনি প্রিগোঝিনের মালিকানাধীন ওয়াগনার গ্রুপ নামের একটি আধা-সামরিক প্রতিষ্ঠান ১ হাজার ৫০০ অভিযুক্ত আসামীকে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। প্রতিরক্ষা কর্মকর্তা আরও জানান, তাদের বেশিরভাগই এই উদ্যোগে অংশ নিতে অস্বীকার করেছে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা সংবাদদাতাদের ব্রিফিংয়ে আরও জানান, ‘আমাদের কাছে যে তথ্য আছে, তাতে জানা গেছে, ইউক্রেনে ওয়াগনার বড় আকারের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। মূলত তাদের তরুণ ও অনভিজ্ঞ যোদ্ধারা ভুক্তভোগী হয়েছেন, যার মধ্যে বিস্ময়ের কিছুই নেই।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রেমলিনের পক্ষ নিয়ে গোপন অভিযান পরিচালনার অভিযোগে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ওয়াগনার গ্রুপের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন এই দলটি রুশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না।

XS
SM
MD
LG