অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে যাচ্ছে চেংডু শহর


চীনের চেংডুতে লকডাউন চলাকালীন একটি আবাসিক স্থাপনার বাইরে বাসিন্দাদের খাদ্য সরবরাহ করতে প্রস্তুতি নিচ্ছেন পিপিই পরিহিত কর্মীরা, ২ সেপ্টেম্বর ২০২২। (সিএনএসফটো, রয়টার্সের মাধ্যমে প্রাপ্ত)
চীনের চেংডুতে লকডাউন চলাকালীন একটি আবাসিক স্থাপনার বাইরে বাসিন্দাদের খাদ্য সরবরাহ করতে প্রস্তুতি নিচ্ছেন পিপিই পরিহিত কর্মীরা, ২ সেপ্টেম্বর ২০২২। (সিএনএসফটো, রয়টার্সের মাধ্যমে প্রাপ্ত)

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংডু শহরে সোমবার থেকে “নিয়মতান্ত্রিক উপায়ে” উৎপাদন ও জীবন পুনরায় চালু হতে যাচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে, দুই সপ্তাহ ধরে সেখানে কোভিড-১৯ লকডাউন ও অন্যান্য কঠোর বিধিনিষেধ ছিল।

২ কোটি ১০ লক্ষ বাসিন্দার এই শহরে ১ সেপ্টেম্বর থেকে আরোপিত লকডাউনটি বৃহস্পতিবার তুলে নেওয়ার পর এই ঘোষণাটি আসে। এপ্রিল ও মে মাসে সাংহাইয়ের লকডাউনের পর থেকে এটিই বৃহত্তম শহর যেখানে বিধিনিষেধ আরোপিত হয়।

রবিবার এক নোটিশে বলা হয়, “মহামারী কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।” একইসাথে এও বলা হয় যে, বেশ কয়েকটি নতুন নিয়মের মাধ্যমে শহরটি কোভিড প্রতিরোধী পদক্ষেপগুলো জোরদার করা অব্যাহত রাখবে।

নোটিশে বলা হয়, সোমবার মধ্যরাত থেকে গণপরিবহন চালু হবে এবং সরকার, প্রতিষ্ঠান ও কোম্পানীগুলোতে কাজ পুনরায় আরম্ভ করা হবে। তবে, জনসাধারণের জন্য উন্মুক্ত এলাকাগুলোতে প্রবেশের জন্য বা গণপরিবহন ব্যবহারের জন্য, বিগত ৭২ ঘন্টায় কোভিড পরীক্ষার নেগেটিভ ফলাফলের প্রমাণ প্রয়োজন হবে। বেইজিং ও সাংহাইয়ের মত অন্যান্য বড় শহরগুলোতেও একই ধরনের নিয়ম চালু রয়েছে।

মদ্যপানশালা, মাহজং খেলার কক্ষ, ব্যায়ামাগার, সুইমিং পুল ও অন্যান্য আবদ্ধ বিনোদন বা অবসরযাপন স্থাপনাগুলো “নিয়মতান্ত্রিক উপায়ে” খুলবে। একবার খুলে দেওয়া হলে, সেসব জায়গাগুলোকে বিগত ৪৮ ঘন্টায় কোভিড পরীক্ষার নেগেটিভ ফলাফলের প্রমাণ দেখতে হবে।

উচ্চ বিদ্যালয়গুলো “একটি একটি করে” খোলা হবে। সেগুলোতে ফিরে আসা শিক্ষার্থীদের কড়াকড়িভাবে পরীক্ষা করা হবে এবং অফলাইন দলবদ্ধ কর্মকাণ্ড, আয়োজন বা পারফরম্যান্সগুলোকে নিরুৎসাহিত করা হবে।

XS
SM
MD
LG