মঙ্গলবার ইথিওপিয়ার উত্তরের টিগ্রায় অঞ্চলের রাজধানী মেকেল্লেতে বিমান হামলায় অন্তত এক ব্যক্তি আহত হয়েছেন। একজন হাসপাতাল কর্মকর্তা এ তথ্য জানান। দুই দিন আগেই টিগ্রেয়ান বাহিনী জানিয়েছে, তারা ফেডারেল (কেন্দ্রীয়) সরকারের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।
বিমান হামলার শিকার হয়েছে মেকেল্লে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ক্যাম্পাস ও প্রাদেশিক সরকার পরিচালিত টিভি স্টেশন দিমিতসি ওএইন। আইদার রেফারেল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা কিবরম গেব্রেসেলাসি এ তথ্য জানান।
প্রাদেশিক সরকারের মুখপাত্র গেতাশিউ রেদা টূইটারে জানান, ব্যবসা শিক্ষা ক্যাম্পাস ড্রোন হামলার শিকার হয়েছে।
ইথিওপিয়ার সামরিক মুখপাত্র কর্নেল গেতনেত আদানে ও সরকারের মুখপাত্র লেগেসে তুলু এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
প্রায় ২ বছর ধরে চলমান এই সংঘর্ষ ৫ মাস যুদ্ধবিরতির পর গত মাসের শেষের দিকে আবার নতুন করে শুরু হয়েছে। উভয় পক্ষ একে অপরকে এই সংঘর্ষের জন্য দোষারোপ করে।
টিগ্রায় অঞ্চলের প্রশাসনিক দায়িত্বে থাকা দল টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) রোববার নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত থাকা ও আফ্রিকান ইউনিয়নের নেতৃত্বে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে সম্মতির কথা জানায়।
কূটনীতিকরা এই প্রস্তাবকে অচলাবস্থা নিরসনের সম্ভাব্য সমাধান হিসেবে দেখছেন। ইথিওপিয়ার সরকার এখনও কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
টিপিএলএফ প্রায় ৩ দশক দেশটির জাতীয় রাজনীতির নিয়ন্ত্রণে থাকার পর ২০১৮ সালে প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতায় আসেন।
টিপিএলএফের অভিযোগ, আবি ইথিওপিয়ার প্রদেশগুলো ব্যবহার করে কেন্দ্রের ক্ষমতা বাড়াচ্ছেন। আবি এই অভিযোগ নাকচ করেন এবং টিপিএলএফের বিরুদ্ধ আবারও ক্ষমতা দখলের প্রচেষ্টার অভিযোগ আনেন।
দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানায়, গত মাসে তার এই সংঘর্ষের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬৩ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর গ্রেপ্তারের বিষয়ে জানতে পেরেছে।