অ্যাকসেসিবিলিটি লিংক

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে নিরাপত্তা অঞ্চলে আগ্রহী রাশিয়া ও ইউক্রেন: আইএইএ প্রধান


ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন এক নিরাপত্তা কর্মী, ১১ সেপ্টেম্বর ২০২২।
ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন এক নিরাপত্তা কর্মী, ১১ সেপ্টেম্বর ২০২২।

রুশ-অধিকৃত ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করতে, জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থার একটি প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন ও রাশিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি এই তথ্য জানান।

উভয় দেশ আইএইএ-র সাথে আলোচনায় লিপ্ত হয়েছে এবং প্রস্তাবটি সম্পর্কে নানা প্রশ্ন করছে। প্রস্তাবটির উদ্দেশ্য হল সামরিক কর্মকাণ্ড প্রতিহত করা, যেমন গোলাবর্ষণ যা কিনা বিদ্যুৎকেন্দ্রটির বৈদ্যুতিক লাইনকে ক্ষতিগ্রস্ত করেছে ও সেটির নিরাপত্তা বিঘ্নিত করেছে। ১২ সেপ্টেম্বর ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে গ্রসি এসব কথা বলেন।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অপ্ররোচিত আক্রমণ চালানোর কিছুদিন পরই রাশিয়া ঐ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয়।

গ্রসির মন্তব্যের একদিন আগে, বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ইউক্রেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনেরহোঅ্যাটম বলে যে, নিরাপত্তার আগাম সতর্কতাস্বরূপ কেন্দ্রটির শেষ কার্যকর চুল্লিটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

আইএইএ জানায় যে, বিদ্যুৎকেন্দ্রটিতে একটি সহায়ক বিদ্যুৎ সরবরাহ লাইন পুনরায় চালু করা হয়েছে। ঐ সংযোগটি কেন্দ্রটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় বাহ্যিক বিদ্যুৎ সরবরাহ করে এবং পারমাণবিক মেল্টডাউন এর ঝুঁকি থেকে সুরক্ষা দেয়।

৭ সেপ্টেম্বর ইউক্রেন কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে হানাদার রুশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর বাসিন্দাদের, নিজ নিরাপত্তার জন্য এলাকা ছেড়ে চলে যেতে অনুরোধ করে।

ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর জানায় যে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো ১১ সেপ্টেম্বর এক ফোন কলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে, বিদ্যুৎকেন্দ্রটি রুশ সৈন্যরা দখল করে রাখার কারণেই সেটির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অপরদিকে, পুতিন ইউক্রেনের বাহিনীর উপর এর দায় চাপিয়েছেন বলে এক বিবৃতিতে ক্রেমলিন জানায়।

XS
SM
MD
LG