অ্যাকসেসিবিলিটি লিংক

ন্যাশনাল পার্ক বিষয়ক নেটফ্লিক্স সিরিজে কণ্ঠ দিয়ে এমি পুরষ্কার জিতলেন বারাক ওবামা


লাস ভেগাসের স্মিথ সেন্টারে, যুক্তরাষ্ট্র সিনেটের প্রয়াত সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রিডের স্মরণে একটি স্মরণসভায় বক্তৃতা করছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা৷ 8 জানুয়ারী, ২০২২। (ফাইল ছবি)
লাস ভেগাসের স্মিথ সেন্টারে, যুক্তরাষ্ট্র সিনেটের প্রয়াত সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রিডের স্মরণে একটি স্মরণসভায় বক্তৃতা করছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা৷ 8 জানুয়ারী, ২০২২। (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দু’টি গ্র্যামি অ্যাওয়ার্ড জেতার পর এবারে এমি অ্যাওয়ার্ড পেলেন।

নেটফ্লিক্সে প্রচারিত তথ্যচিত্র আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস ডকুসিরিজে কণ্ঠদান করে সেরা কথক হিসেবে এমি জিতেছেন তিনি।

সারা বিশ্বের জাতীয় উদ্যানগুলি নিয়ে নির্মিত হয় পাঁচ পর্বের এই ধারাবাহিক। আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস তথ্যচিত্রটি বারাক এবং মিশেল ওবামার প্রযোজনা সংস্থা, হায়ার গ্রাউন্ড-এর ব্যানারে নির্মিত হয়েছে।

শনিবার রাতের ক্রিয়েটিভ আর্টস এমিস-এ সেরা কথক হিসেবে পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে ছিল করিম আবদুল-জব্বার, ডেভিড অ্যাটেনবারা এবং লুপিতা নিয়ংওসহ বিখ্যাত সব বাক্তিদের নাম। কিন্তু শেষ পর্যন্ত ওবামার ঝুলিতেই গিয়েছিল পুরষ্কারটি।

বারাক ওবামা দ্বিতীয় কোনও প্রেসিডেন্ট যিনি এমি জিতলেন। এর আগে, ১৯৫৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদমর্যাদায় থাকা ডোয়াইট ডি. আইজেনহাওয়ারকে একটি বিশেষ এমি পুরস্কার দেওয়া হয়েছিল।

XS
SM
MD
LG