অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান সিভিল ডিফেন্স ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে


দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্রসীমা প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলনে প্রদর্শিত আকাশ প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থার মডেল। ২২ মার্চ ২০২২। (ফাইল ফটো)
দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্রসীমা প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলনে প্রদর্শিত আকাশ প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থার মডেল। ২২ মার্চ ২০২২। (ফাইল ফটো)

যে কোন সম্ভাব্য বিদেশী আক্রমণ প্রতিহত করতে ইরান ৫১টি শহরে সিভিল ডিফেন্স ব্যবস্থা স্থাপন করেছে এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে প্রস্তুতি জোরদার করেছে বলে সামরিক কর্মকর্তারা শনিবার জানান। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে বর্ধিত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এমন পদক্ষেপ নিল ইরান।

ইরানের গণমাধ্যম সহকারি প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেহদি ফারাহি-কে উদ্ধৃত করে জানায় যে, ঐ সিভিল ডিফেন্স সরঞ্জামগুলো ইরানকে “সার্বক্ষণিক সক্রিয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হুমকি ও ঝুঁকির ধরণ অনুযায়ী হুমকিগুলোকে চিহ্নিত ও পর্যবেক্ষণ করতে সহায়তা করবে”।

ফারাহি বলেন, “আজকাল, দেশগুলোর শক্তির উপর নির্ভর করে যুদ্ধের প্রকৃতি আরও জটিল হয়ে উঠেছে।” তিনি আরও বলেন যে সাইবার, জীবাণু ও তেজস্ক্রিয় আক্রমণসহ সংকর ধরণের যুদ্ধ শাস্ত্রীয় যুদ্ধকে প্রতিস্থাপিত করেছে। তবে কোন কোন দেশ ইরানের জন্য ঝুঁকি হতে পারে তা তিনি উল্লেখ করেননি।

একই সময়ে, ইরানের আকাশ প্রতিরক্ষা সদর দফতরের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদেহ বলেন যে, তার নিয়ন্ত্রণাধীন বাহিনীতে প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা রাহিমজাদেহ-কে উদ্ধৃত করে জানায় যে, “দেশটির আকাশসীমা বর্তমানে অনুমোদিত ফ্লাইটগুলোর জন্য সবচেয়ে নিরাপদ এবং সম্ভাব্য আক্রমণকারীদের জন্য সবচেয়ে অনিরাপদ”।

XS
SM
MD
LG