সোমালিয়ার দক্ষিণ-পশ্চিম রাজ্যে তীব্র খরা পীড়িত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। প্রচণ্ড খরার ফলে ইতিমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ ওই এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছে।
হর্ন অফ আফ্রিকার সবচেয়ে খরা পীড়িত দেশ সোমালিয়ায় তার প্রথম সফরে, জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা প্রতিরোধে দেশটির বিশ্বব্যাপী সমর্থন প্রয়োজন।
সোমালিয়ার দক্ষিণ পশ্চিম রাজ্যের প্রেসিডেন্ট আবদিয়াসিস হাসান মোহাম্মদ লাফতাগারিনের সাথে দেখা করার পর, খরার কেন্দ্রস্থল বাইদোয়াতে এক সংবাদ সম্মেলনে গ্রিফিথস বলেন, বাইদোয়া ৭৫০,০০০ বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিচ্ছে, এটি "প্রায় অকল্পনীয়"।
সোমালিয়ার প্রচণ্ড খরায় দেশটির প্রায় ৯০ ভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে, ইতিমধ্যে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এবং ৭৮ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।
জাতিসংঘের ত্রাণ প্রধান বাস্তুচ্যুতদের সাহায্য করার জন্য বাইদোয়াতে স্থানীয় সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা করেন।
খরা পীড়িত এলাকা পরিদর্শনের পর এক টুইট বার্তায় গ্রিফিথস বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা সবাইকে বধির করে দিচ্ছে।"
সোমালিয়ার দক্ষিণ পশ্চিম রাজ্যের প্রেসিডেন্ট লাফতাগারিন জাতিসংঘের প্রতিনিধি দলের এই সফরকে তাঁর পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন।
ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সোমালিয়া অফিস শনিবার বলেছে, দেশে খাদ্যের দাম বাড়ার পাশাপাশি বাড়ছে ক্ষুধাও।
সংস্থাটি বলছে, ২০১৭ সালের পর, এই প্রথমবারের মতো খাদ্য নিরাপত্তাহীনতার "বিপর্যয়কর" মাত্রা নিশ্চিত করা হয়েছে, এবং সেখানে প্রায় ২১৩,০০০ মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছে।
ইউনিসেফ এর আগে ভিওএ-কে বলেছিল, খরাজনিত অপুষ্টির কারণে সোমালিয়ায় ইতোমধ্যে ৫০০ শিশু মারা গেছে।
সোমালিয়া তিন বছরের খরাকে গত বছর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে।