অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন করে সূচির ৩ বছরের কারাদণ্ডের নিন্দা করেছেন ব্লিংকেন


মিয়ানমারের ক্ষমতাচ্যুত নির্বাচিত নেত্রী অং সান সূচি
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নির্বাচিত নেত্রী অং সান সূচি

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নির্বাচিত নেত্রী অং সান সূচির ওপর আরোপিত নতুন করে তিন বছরের সাজার নিন্দা করেছেন এবং দেশটির জান্তার ওপর আরো চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারের সাবেক নাম ব্যবহার করে ব্লিংকেন বলেন, "আমরা অং সান সূচিকে কঠোর পরিশ্রম সহ বার্মার সামরিক শাসনের আরও তিন বছরের কারাদণ্ডের অন্যায় শাস্তির তীব্র নিন্দা জানাই।"

"বার্মায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের ক্রমবর্ধমান সহিংসতা এবং দমন-পীড়নের জন্য সরকারকে জবাবদিহি করতে আমাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে।"

সর্বসাম্প্রতিক এই সাজা, রুদ্ধ দ্বারে হস্তান্তর করা হয়েছে।

নতুন সাজাটি ২০২০ সালের নির্বাচনে কথিত নির্বাচনী জালিয়াতির জন্য ছিল যা তার দল বিপুল ভোটে জিতেছিল।

সামরিক বাহিনী পরের ফেব্রুয়ারিতে তাকে পদচ্যুত ও আটক করে এবং তার সমর্থকরা বলে তাঁর বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক সাজানো অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের জান্তার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

XS
SM
MD
LG