অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের রিপোর্টঃ মালির সেনাবাহিনী ও 'বিদেশী সেনাদেরগুলিতে এপ্রিলে কমপক্ষে ৫০ জন নিহত


ফাইলঃ ২০২০ সালের ১৮ আগস্ট, মালির বামাকোতে মালির সামরিক সৈন্যদের বিদ্রোহ করার পরে ইন্ডেপেন্ডেন্স স্কয়ারে দেখা যায়
ফাইলঃ ২০২০ সালের ১৮ আগস্ট, মালির বামাকোতে মালির সামরিক সৈন্যদের বিদ্রোহ করার পরে ইন্ডেপেন্ডেন্স স্কয়ারে দেখা যায়

জাতিসংঘ এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে যে মালির সেনাবাহিনী ও 'বিদেশি সেনা' পরিচালিত এক সামরিক অভিযানে ১৯ এপ্রিল কমপক্ষে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

মালির সামরিক যানবহর ঘরে তৈরি একটি বোমায় আঘাত করার পরে, ডুয়েন্তজার কেন্দ্রীয় অঞ্চলের হোম্বোরি পৌরসভা এলাকায় বাজার চলাকালীন এই কথিত গণহত্যা সংঘটিত হয়েছিল।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, মিনুসমা এপ্রিল থেকে জুনের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে যে নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশুও ছিল।

মালির সামরিক বাহিনীর মুখপাত্রকে এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ জানালে তাৎক্ষণিকভাবে তিনি কোন সাড়া দেননি।

জাতিসংঘ বারবার মালির সৈন্যদের আল কায়েদা ও ইসলামিক স্টেটের সাথে যুক্ত গোষ্ঠীগুলির বিরুদ্ধে দশকের পর দশক ধরে চলা লড়াইয়ের সময় তাদের বেসামরিক জনগণ এবং সন্দেহভাজন জঙ্গিদের তাৎক্ষণিক ভাবে হত্যা করার জন্য অভিযুক্ত করেছে।

কিছু ক্ষেত্রে সামরিক বাহিনী স্বীকার করেছে যে তাদের সেনারা মৃত্যুদন্ড এবং অন্যান্য অত্যাচারের সঙ্গে জড়িত ছিল। তবে খুব কম সৈন্যকেই ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা হয়েছে।

XS
SM
MD
LG