অ্যাকসেসিবিলিটি লিংক

ছয় বছর পর প্রথম ইরানে রাষ্ট্রদূত নিয়োগ করেছে কুয়েত


তেহরানে ইরানের জাতীয় পতাকা উড়ছে। ৩১ মার্চ, ২০২০। (ফাইল ছবি)
তেহরানে ইরানের জাতীয় পতাকা উড়ছে। ৩১ মার্চ, ২০২০। (ফাইল ছবি)

ছয় বছর পর এই প্রথম কুয়েত, ইরানে একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। রোববার উভয় দেশ এ কথা জানিয়েছে। ২০১৬ সালে ইরান ইসলামি প্রজাতন্ত্রটি সাথে সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে কুয়েত তাদের র্শীর্ষ রাষ্ট্রদূতকে প্রত্যার করেছিল। সৌদি আরবের সাথে সংহতি প্রকাশ করতে কুয়েত ঐ পদক্ষেপ নিয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শনিবার রাষ্ট্রদূত বাদের আবদুল্লাহ আল-মুনাইখ তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর করেছেন। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রক নিশ্চিত করেছে যে, আল-মুনাইখকে ইরানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে থেকেই কুয়েতে ইরানের একজন রাষ্ট্রদূত রয়েছে।

এমন একটি সময়ে এই কুয়েত এই পদক্ষেপ নিয়েছে, যখন সুন্নি মুসলিমদের শক্তি-কেন্দ্র সৌদি আরব, শিয়াপন্থী ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে। সৌদি আরব ও ইরানের প্রতিদ্বন্দ্বিতার ফলে ঐ অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে।

সৌদি আরব একজন বিশিষ্ট শিয়া ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করার পর, ইরানের বিক্ষোভকারীরা ইরানে সৌদি দূতাবাসে হামলা চালায়। এর ফলে ২০১৬ সালের জানুয়ারিতে তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

অন্যান্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর রিয়াদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে, ইরানের সাথে সম্পর্কের মাত্রা শিথিল করেছিল। কুয়েতও তাদের অনুসরণ করে ইরান থেকে তখন তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে। তকুয়েত তাদের বৈদেশিক নীতির আওতায়,বৃহত্তর প্রতিবেশীদের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখেই তেহরানের সাথে তুলনামূলক ভালো সম্পর্ক বজায় রেখেছে।

গত মাসে সংযুক্ত আবর আমিরাতের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, সংযুক্ত আরব আমিরাত ইরানে একজন রাষ্ট্রদূত পাঠানোর ব্যাপারে কাজ করছে। কারণ বছরের পর বছর ধরে চলে আসা শত্রুতার পরে তারা সম্পর্কের সেতুবন্ধনগুলো আবার প্রতিষ্ঠা করতে চায়।

গত বছর সৌদি আরব ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরাকের মধ্যস্থতায় অনুষ্ঠিত পাঁচদফা আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে তা “যথেষ্ট নয়।”

XS
SM
MD
LG