সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারের একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি-কে চারটি দুর্নীতির মামলায় সোমবার দোষী সাব্যস্ত করে এবং তাকে ছয় বছরের কারাদণ্ড দেয়।
মামলাগুলোতে অভিযোগ করা হয় যে, সু চি সরকারি খাস জমি হ্রাসকৃত মূল্যে ইজারা দেন এবং একটি বাড়ি তৈরি করতে দাতব্য অর্থের অপব্যবহার করেন।
২০২১ এর ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে আটক করার পর তার বিরুদ্ধে আনীত এ সকল অভিযোগ অস্বীকার করেন সু চি। ধারণা করা হচ্ছে, তার আইনজীবিরা সর্বশেষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
পূর্ববর্তী মামলাগুলোতে সু চি’র ১১ বছরের কারাদণ্ড হয় এবং বর্তমানে তাকে মিয়ানমারের রাজধানী নেপিডো-তে এক জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে।
২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে, সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বিরুদ্ধে সু চি’র ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলটি নিরঙ্কুশ জয় লাভ করে। নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে অভিযোগ তুলে, সামরিক জান্তা বেসামরিক সরকারকে উৎখাত করে এবং নির্বাচনের ফলাফল বাতিল করে দেয়।
বেসামরিক নির্বাচন কমিশন জালিয়াতির এমন অভিযোগ অস্বীকার করে। এরপরই কমিশনটি ভেঙে দেওয়া হয়।