অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া ও উত্তর কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ করবে, বলেছেন পুতিন: কেসিএনএ


(ফাইল ফটো) উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কর্তৃক ২৬ এপ্রিল ২০১৯ তারিখে প্রকাশিত এই ছবিতে আলোচনা শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হাত মেলাতে দেখা যাচ্ছে।
(ফাইল ফটো) উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কর্তৃক ২৬ এপ্রিল ২০১৯ তারিখে প্রকাশিত এই ছবিতে আলোচনা শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হাত মেলাতে দেখা যাচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বলেন যে, এই দুই দেশ “অভিন্ন প্রচেষ্টার মাধ্যমে ব্যাপক ভিত্তিক ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত” করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ খবর জানায়।

উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা জানায় যে, কোরিয়ার স্বাধীনতা দিবসে কিমকে পাঠানো এক চিঠিতে পুতিন বলেন, আরও ঘনিষ্ট সম্পর্ক দুই দেশেরই স্বার্থ রক্ষা করবে এবং কোরীয় উপদ্বীপ ও এশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করবে।

কিমও পুতিনকে পাঠানো এক চিঠিতে বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব তৈরি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে; যারা কোরীয় উপদ্বীপ দখল করে রেখেছিল।

ঐ চিঠিতে কিম বলেন, সে সময়ের পর থেকে, শত্রু সামরিক বাহিনীর হুমকি ও উস্কানি মোকাবেলায়, দুই দেশের অভিন্ন প্রচেষ্টায়, এই দুই দেশের মধ্যে “স্বল্প ও দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা, সমর্থন ও সংহতি” নতুন উচ্চতা পৌঁছেছে। কেসিএনএ, শত্রু বাহিনী বলতে কাদের বুঝাচ্ছে তা নির্দিষ্ট করে বলেনি। তবে, তারা সাধারণত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্বোধন করতে ঐ পরিভাষা ব্যবহার করে থাকে।

২০১৯ সালে পুতিনের সাথে তার সাক্ষাৎকালে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন কিম।

জুলাই মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়ার সমর্থনপুষ্ট দুইটি বিচ্ছিন্নতাবাদী “প্রজাতন্ত্রকে” স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর কোরিয়া। একই সাথে সেসব এলাকায় নির্মাণ ও অন্যান্য কাজের জন্য উত্তর কোরিয়ার শ্রমিকদের পাঠানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন কর্মকর্তারা।

এমন স্বীকৃতি দানের ফলে ইউক্রেন, যে দেশটি রুশ হামলা প্রতিহত করছে, তাৎক্ষনিকভাবে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে। ইউক্রেনে হামলাকে রাশিয়ার একটি “বিশেষ সামরিক অভিযান” হিসেবে আখ্যায়িত করে।

XS
SM
MD
LG