রয়টার্সের তিনজন প্রত্যক্ষদর্শীর মতে, শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছেছেন। গণবিক্ষোভের মধ্যে গত মাসে তার দ্বীপ রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়ার পর এই দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় দেশ যেখানে তিনি অস্থায়ী আশ্রয় চেয়েছেন।
রাজাপাকসে সিঙ্গাপুর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে পৌঁছেছেন। সেই নগর-রাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন যে তিনি সিঙ্গাপুর ত্যাগ করেছেন।
রাজাপাকসে ১৪ই জুলাই শ্রীলঙ্কা থেকে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর এখন সাময়িকভাবে থাইল্যান্ডে থাকবেন বলে আশা করা হচ্ছে। সাত দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় তার সরকারের বিরুদ্ধে নজিরবিহীন অস্থিরতার পরে তিনি পদত্যাগ করেন এবং তার কয়েকদিন আগেই হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের বাসস্থান এবং দপ্তরে হামলা চালায়।
থাই কর্তৃপক্ষ বলেছে যে সাবেক এই সামরিক কর্মকর্তা, শ্রীলঙ্কার প্রথম প্রেসিডেন্ট যিনি মধ্যবর্তী মেয়াদে পদত্যাগ করেছেন, রাজনৈতিক আশ্রয় চাওয়ার কোনো ইচ্ছা তাঁর ছিল না এবং তিনি সেখানে কেবল অস্থায়ীভাবে থাকবেন।
প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা বুধবার সংবাদদাতাদের বলেন, "এটি একটি মানবিক সমস্যা এবং একটি চুক্তি রয়েছে যে এটি একটি অস্থায়ী অবস্থান।প্রয়ুথ বলেন, "রাজাপাকসে থাইল্যান্ডে থাকাকালীন কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না ”।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাই বলেছেন যে শ্রীলঙ্কা সরকার রাজাপাকসের থাইল্যান্ড সফরকে সমর্থন করেছে এবং আরো বলেছে যে প্রাক্তন রাষ্ট্রপতির কূটনৈতিক পাসপোর্ট তাকে ৯০ দিন থাকার অনুমতি দেবে।
শ্রীলঙ্কা ছাড়ার পর থেকে রাজাপাকসে প্রকাশ্য উপস্থিত হননি বা মন্তব্য করেননি। রয়টার্স তাৎক্ষণিকভাবে তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি।