অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য কোভিড বিধি শিথিল করেছে চীন


চীনের সিনহুয়া নিউজ এজেন্সির প্রকাশিত এই ছবিতে দেখা যায়, সাংহাইয়ের একটি বিমানবন্দরে ১৪ মে, ২০২২ তারিখে হুবেই প্রদেশে ফিরে যাওয়ার প্রস্তুতিকালে একটি কোভিড-১৯ টেস্টিং টিমের সদস্যদের অভ্যর্থনা জানানো হচ্ছে।
চীনের সিনহুয়া নিউজ এজেন্সির প্রকাশিত এই ছবিতে দেখা যায়, সাংহাইয়ের একটি বিমানবন্দরে ১৪ মে, ২০২২ তারিখে হুবেই প্রদেশে ফিরে যাওয়ার প্রস্তুতিকালে একটি কোভিড-১৯ টেস্টিং টিমের সদস্যদের অভ্যর্থনা জানানো হচ্ছে।

চীন রবিবার কোভিড-পজিটিভ যাত্রী বহনকারী অন্তর্মুখী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য স্থগিতাদেশের সময়সীমা কমিয়ে দিয়েছে, যা ইঙ্গিত দেয় যে বেইজিং শীঘ্রই তার কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজ করতে পারে।

বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) এক বিবৃতিতে বলেছে, পাঁচটি কোভিড-১৯ পজিটিভ কেস বা মোট যাত্রীর চার শতাংশ কোভিড পজিটিভ রোগী বহনকারী আগত ফ্লাইটগুলি এখন থেকে এক সপ্তাহের জন্য স্থগিত করা হবে।

এর আগে, যেসব বিমান পাঁচজন সংক্রামিত যাত্রী নিয়ে এসেছে তাদের ক্ষেত্রে একই রুটে দায়িত্বশীল বিমান সংস্থা দ্বারা পরিচালিত সমস্ত ফ্লাইট দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল।

বেসামরিক বিমান চলাচল প্রশাসন আরও (সিএএসি) জানিয়েছে, আট শতাংশ যাত্রী কোভিড পজিটিভ থাকলে সেই ফ্লাইটগুলি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হবে।

XS
SM
MD
LG