অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ইরানে শক্তিশালী ভূমিকম্প, উদ্ধার তৎপরতা চলছে


গত ২রা জুলাই, ইরানের হরমোজগানের সায়েহ খোশ গ্রামে ভূমিকম্পের পর, ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকারীদের উদ্ধার তৎপরতা।
গত ২রা জুলাই, ইরানের হরমোজগানের সায়েহ খোশ গ্রামে ভূমিকম্পের পর, ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকারীদের উদ্ধার তৎপরতা।

উপসাগরীয় দেশ ইরানের দক্ষিণে হরমোজগান প্রদেশে শনিবার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার পর, কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে।

হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্টের প্রধান মোখতার সালাহশোর ইরানের রাষ্ট্রীয় টিভিকে বলেন, "আমরা এখনও গুরুতর ক্ষয়ক্ষতির কোনো রিপোর্ট পাইনি। তবে এই ভূমিকম্পে বিশাল একটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ অব্যাহত রয়েছে।"

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৫.৭ ও ৫.৮। তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।

এর আগে, জুলাইয়ের প্রথম দিকে, শনিবারের ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় ৬.১ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানলে, কমপক্ষে পাঁচজন নিহত এবং ৪৯ জন আহত হয়।

XS
SM
MD
LG